শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের অন্যতম দুই মহামূল্যবান ক্রিকেটার দুই অস্ট্রেলিয়ান পেসার। আইপিএলের ইতিহাসে নজির সৃষ্টিকারী দামে তাদেরকে দলে নিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি। যাদের মধ্য একজন মিচেল স্টার্ক খেলছেন কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে। আর অপর জন প্যাট কামিন্স অধিনায়কত্ব করছেন সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ শুক্রবার মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস দলের। দক্ষিণ ভ❀ারতের দুই দলের এই লড়াইয়ে, সিএসকেকে হারিয়ে দিয়েছে হায়দরাবাদের দলকে। সেই ম্যাচেই ঘটেছে এক অদ্ভূত ঘটনা। আর সেই ঘটনা নিয়েই প্যাট কামিন্সের উদ্দেশ্যে দু'টি প্রশ🌞্ন ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা মহম্মদ কাইফ।
আরও পড়ুন: মুম্বইকে নিশ্চিন্ত করে দলে ঢুকতে পারেন সূর্য, তবে বাদ পড়বেন কে? একা𒐪দশে বদল আনবে দি⛄ল্লি?
আসুন প্রথমে জেনে নেওয়া যাক ঘটনাটা কি হয়েছিল! শুক্রবার চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের সময়ে ঘটে ঘটনাটি। ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ অর্থাৎ ফিল্ডারদের বাধা দেওয়ার কারণে আউট নিয়ে বিতর্ক হতে পারত এই ম্যাচে। শেষ পর্যন্ত হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স আবেদন প্রত্যাহার করার ফলে আর বিতর্ক হয়নি। তꦗবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যথেষ্ট। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সানরাইজার্স অধিনায়ক কামিন্স♓ের দিকে দু'টি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ও ধারাভাষ্যকার মহম্মদ কাইফ। চেন্নাইয়ের ব্যাটিংয়ের ১৯তম ওভারে রবীন্দ্র জাদেজাকে দারুণ একটি ইয়র্কার দেন ভুবনেশ্বর কুমার। সেটি কোনও রকমে ঠেকান জাড্ডু। এর পর বল যায় বোলারের দিকেই। ব্যাটার জাদেজা তখন ক্রিজের বাইরে ছিলেন। আর তা দেখেই নিমেষে বল তাঁর দিকের স্ট্যাম্পে থ্রো করে দেন ভুবনেশ্বর। জাদেজা তখন চেষ্টা করছিলেন ক্রিজে ফিরতে। তা করতে গিয়ে স্টাম্প ঢেকে ফেলেন তিনি। ফলে বল এসে লাগে তাঁর পিঠে।
আরও পড়ুন: জানতাম একটা ইন꧟িংসেই খেলা ঘুরতে পারে, ভাগ্যের সহায়তা পেয়েছি- সেঞ্চুরি করে অকপট বাটলার
সবাই অবাক করে দিয়ে বোলার 'অবস্ট্রাক্টিংয়ের' আবেদন না করে হাঁটা দেন বোলিং মার্কের দিকে। হায়দরাবাদ দলের 🍰একজন ক্রিকেটার আবেদন করাতে অনফিল্ড দুই আম্পায়ার একসঙ্গে হয়ে আলোচনা করেন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠাতেও তৈরি হন তাঁরা। তখন হায়দরাবা♉দ অধিনায়ক কামিন্স হাত ইশারায় জানান, তিনি আবেদন করতে চান না। এর পরেই এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কামিন্সের জন্য দু'টি প্রশ্ন রাখেন কাইফ।
আরও পড়ুন: আমাদের আরও ১০-১৫ রান বেশি কর𝓡ার দরকার ছিল- ঘুরিয়ে কি কোহলির স্লো ব্যাটিংকে দুষলেন ফ্যাফ?
কাইফ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,🍸 ‘জাদেজার বিরুদ্ধে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আবেদন প্রত্যাহার করা নিয়ে প্যাট কামিন্সের কাছে দু'টি প্রশ্ন রাখছি- ব্যাটিং করত🙈ে গিয়ে সমস্যায় থাকা জাদেজাকে ক্রিজে রাখতে এবং ধোনিকে (সাজঘরের) ভেতরে রাখতে এটা কি ট্যাকটিকাল (পরিকল্পিত) পদক্ষেপ ছিল? এটা যদি টি-২০ বিশ্বকাপের ম্যাচে বিরাট কোহলি হতো, তাহলেও কি একই কাজ করতেন?’ ম্যাচে সিএসকেকে শেষ পর্যন্ত ছয় উইকেটে হারিয়ে দেয় সানরাইজার্স হায়দরাবাদ দল।