আসন্ন আইপিএল ২০২৫ এর জন্য কেমন দল করল গুজরাট টাইটান্স? আশিস নেহরা কি নিজের ক্যালকুলেশনে সফল হয়েছেন? দলের শক্তি কী? দলের দুর্বলতা কী? গুজরাট টাইটান্সের প্রথম একাদশ কী হতে পারে? এখন এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। কাꦏরণ মেগা নিলামের পরে এই প্রশ্নগুলোর উত্তরের সামনে থেকে পর্দা উঠতে♈ শুরু করেছে। চলুন দেখে নেওয়া যাক-
কোটার ২৫ জন খেলোয়াড়ের মধ্যে ২৫ জনকেই দলে নেওয়া হয়েছে (৭ বিদেশি)
গুজরাট টাইটান্স তাদের দলের প্রথম ১২ জনের মধ্যে থেকে তিনজন মার্কি প্লেয়ারকে দলে নিয়েছে। জোস বাটলার, মহম্মদ সিরাজ এবং কাগিসো রাবাদাকে বেছে নিয়েছে তারা। তারা তাদের আক্রমণে প্রসিধ কৃষ্ণাকে যোগ করিয়েছে। যদিও এই খেলোয়াড়দের ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের ভারতীয় ফাস্ট-বোলিং ব্যাক-আপ পাতলা। তাদের মিডল অর্ডারে তারকা কাস্ট নেই তবে গুজরাট টাইান্স আশা করবে ওয়াশিংটন সুন্দর তার উদাসীন আইপিএল ফরꦿ্মটি বন্ধ করে দেবে এবং ব্যাট ও বলের সাথে একট💧ি প্রভাবশালী মরশুম থাকবে।
কেমন হল স্কোয়াড-
ব্যাটার: শুভমন গি🎐ল (ꦺরিটেইন), সাই সুদর্শন (রিটেইন), রাহুল তেওয়াটিয়া (রিটেইন), শেরফেন রাদারফোর্ড
উইকেটরক্ষক🌸: জোস বাটলার, কুমার কুশাগ🔯রা, অনুজ রাওয়াত
অলরাউন্ডার: রশিদ খান (স্পিন;ꦆ ধরে রাখা), ওয়াশিংটন সুন্দর (স্পিন), এম শাহরুখ খান (স্পিন; ধরে রাখা), মহিপাল লোমর (স্পিন), নিশান্ত সিন্ধু (স্পিন), আরশাদ খান (পেস), জয়ন্ত যাদব (স্পিন), গ্লেন ফিলিপস (স্পিন), করিম জানাত (পেস)
স্পিনার: মানব সুথার, সাই কিশোর
ফাস্ট বোলার: কাগিসো রাবাদা,💮 মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, জেরাল্ড কোয়েটজি, গুরনুর ব্রার, ইশান্ত শর্মা, কুলবন্ত খেজরোলিয়া।
আরও পড়ুন… IPL 2025-এ ১৫০ কিলোমিটার গতিতে বল করে উইকেট নেব: KKR𝄹-এ গিয়েই গর্জে উঠলেন উমরান মালিক
সেরা ১২ (ইমপ্যাক্ট প্লেয়ার সহ):
১)♉ জোস বাটলার (উইকেটরক্ষক), ২) শুভমন গিল (অধিনায়ক), ৩) সাই সুদর্শন, ৪) ওয়াশিংটন সুন্দর, ৫) শেরফেন রাদারফোর্ড/গ্লেন ফিলিপস, ৬) রাহুল তেওয়াটিয়া, ৭) এম শাহরুখ খান, ৮) রশিদ খান, ৯) আরশাদ খান/সাই কিশোর/মহিপাল লোমরর, ১০) কাগিসো রাবাদা, ১১) মহম্মদ সিরাজ, ১২) প্রসিধ কৃষ্ণা