ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার কারণে আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। আর শুক্রবার (১০ মে) সরকারি ভাবে এই ঘোষণার পরেই সানরাইজার্স হায়দরাবাদ (SRH) বড় পদক্ষেপ নিল। শনিবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে তাদের নির্ধারিত হোম ম্যাচের জন্য কেনা টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার ঘোষণা করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।
টিকিটের টাকা পুরো ফেরৎ দিচ্ছে এসআরএইচ
সানরাইজার্স হায়দরাবাদ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার কথা পোস্ট করেছে। তারা লিখেছে, ‘বর্তমান পরিস্থিতির আলোকে, আইপিএল ২০২৫ তাৎক্ষণিক ভাবে স্থগিত করা হয়েছে। টিকিট ফেরতের বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।’ প্রসঙ্গত, ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে এসআরএইচ ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে, ১১টি ম্যাচে মাত্র সাত পয়েন্ট নিয়ে লিগ টেবলের অষ্টম স্থানে শেষ করেছে। তারা মাত্র তিনটি ম্যাচ জিতেছে। সাতটিতে হেরেছে। একটি ম্যাচে কোনও ফল হয়নি।
৭ দিন আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে আইপিএল স্থগিত করা হয়েছে। ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে বাতিল হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২২শে এপ্রিল পাহেলগাঁও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে গর্জে উঠেছে ভারত। আর এতে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে বৃহস্পতিবার ধরমশালায় মাঝপথে বন্ধ করে দিতে হয় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের আইপিএল ম্যাচ। জম্মুতে পাকিস্তানের হামলার পরেই নিরাপত্তার কারণে আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। এই ম্যাচ বন্ধ হওয়ার পরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। এবং টুর্নামেন্টই সাত দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন যে, ‘জাতীয় স্বার্থে লিগ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেকহোল্ডার এবং কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করার পর একটি সংশোধিত ক্রীড়াসূচি ঘোষণা করা হবে।’
স্থগিত হওয়ার আগে পর্যন্ত আইপিএল ২০২৫-এর পরিস্থিতি কী?
আইপিএলের চলতি মরশুমে মোট ৭৪টি ম্যাচ খেলার কথা ছিল, যার মধ্যে ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এদিকে, ৫৮তম ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে যায়। সেই অনুযায়ী এখন প্লে-অফ এবং ফাইনাল সহ মোট ১৬টি ম্যাচ বাকি। আইপিএলের পয়েন্ট টেবল আপাতত স্থিতিশীল রয়েছে, গুজরাট টাইটান্স বর্তমানে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবার শুভমন গিলের দলের মতোই একই সংখ্যক ম্যাচ খেলে, একই পয়েন্ট নিয়ে, নেট রানরেট কম হওয়ার কারণে, লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে। পিবিকেএস তৃতীয় স্থানেয. আর মুম্বই ইন্ডিয়ান্স বর্তমানে ১২টি ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস (১১ ম্যাচে ১৩ পয়েন্ট), কলকাতা নাইট রাইডার্স (১২ ম্যাচে ১১ পয়েন্ট), লখনউ সুপার জায়ান্টস (১১ ম্যাচে ১০ পয়েন্ট), সানরাইজার্স হায়দরাবাদ (১১ ম্যাচে ৭ পয়েন্ট), রাজস্থান রয়্যালস (১২ ম্যাচে ৬ পয়েন্ট) এবং চেন্নাই সুপার কিংস (১২ ম্যাচে ৬ পয়েন্ট)।