আইপিএল ২০২৫-এর বাকি মরশুম শুরু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ম্যাচ দিয়ে। এই ম্যাচটি বেঙ্গালুরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এই ম্যাচ শুরুর একদিন আগে, ইংল্যান্ডের খেলোয়াড় মইন আলি কেকেআরকে বড় ধাক্কা দিয়েছেন। তিনি বাকি ম্যাচগুলি আর খেলতে আসছেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি আর ভারতে ফিরবেন না। অথচ মইন আলি কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং আন্তর্জাতিক দায়িত্ব থেকে তিনি এখন মুক্ত। তবু তিনি কেন আসছেন না আইপিএলের বাকি ম্যাচগুলি খেলতে? তাঁর এই সিদ্ধান্তের কারণ কী?
কেকেআরের হয়ে বাকি ম্যাচগুলো খেলবেন না মইন আলি
প্রসঙ্গত, আইপিএল ২০২৫-এর জন্য কেকেআর মইন আলিকে ২ কোটি টাকায় দলে নিয়েছিল। এই মরশুমে তিনি ৬টি ম্যাচ খেলেছেন। ৬ ম্যাচে নিয়েছেন ৬টি উইকেট। তিনি ব্যাট করার খুব বেশি সুযোগ পাননি। আশা করা হচ্ছিল যে, তিনি বাকি দু'টি লিগ ম্যাচেও খেলবেন। কিন্তু তিনি ভারতে ফিরতে এখন আর রাজি নন বলে জানি দিয়েয়েছেন। ইএসপিএল ক্রিকইনফোর (ESPNcricinfo) একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মইন আলি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচ থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন।
মইন আলির সঙ্গে পাওয়া যাবে না আর এক নাইট তারকাকে
মইন আলির না থাকাটা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। তবে মইন ছাড়া কলকাতা নাইট রাইডার্স অন্যান্য বিদেশি খেলোয়াড়দের মোটামুটি পাচ্ছে। এর মধ্যে রয়েছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রহমানউল্লাহ গুরবাজের মতো প্রধান খেলোয়াড়রা। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল তাঁর শারীরিক অবস্থার আপডেটের জন্য অপেক্ষা করছেন। কারণ তাঁর গিলতে কষ্ট হচ্ছে। এই মরশুমে পাওয়েল তাঁর একমাত্র ইনিংসে পাঁচ রান করেছেন।
পয়েন্ট টেবলে কেকেআর রয়েছে ষষ্ঠ স্থানে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। দলটি ১২টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে এবং ছ'টিতে হেরেছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়, পয়েন্ট ভাগাভাগি হয়েছে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে বর্তমান চ্যাম্পিয়নদের এই রাউন্ডে তাদের বাকি দু'টি ম্যাচই জিততে হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ রয়েছে। কেকেআর যদি এই ম্যাচে হেরে যায়, তবে তারাও আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে।