IPL 2025 Playoffs Scenario: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স প্লে-অফ নিশ্চিত করতে দরকার একটি মাত্র জয়। মুম্বই-পঞ্জাব-দিল্লি ও কলকাতার হাতে নির্ধারিত হবে এই দলের ভাগ্য। আইপিএল ২০২৫-এর প্লে-অফে পৌঁছাতে GT ও RCB একধাপ দূরে রয়েছে। PBKS, MI ও DC-র মধ্যে প্রতিযোগিতা কঠিন হবে। KKR ও LSG বাঁচতে চাইলে প্রার্থনার পাশাপাশি অলৌকিক কিছু দরকার। দেখে নিন আইপিএল ২০২৫-এর প্লে-অফ যোগ্যতা সংক্রান্ত সব দলের অবস্থা ও পয়েন্ট টেবিল
৯ দিনের বিরতির পর আবারও মাঠে ফিরছে আইপিএল ২০২৫। তবে একাধিক বিদেশি খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্ব পালনে ফিরে যাওয়ায় কিছু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। ট্রফির স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে সাতটি দল। প্লে-অফে কে যাবে, তা নির্ধারণ হবে পরবর্তী কয়েকটি ম্যাচে। অনুমান করা হচ্ছে ১৭ পয়েন্টই হতে চলেছে প্লে-অফের ‘ম্যাজিক নম্বর’। নীচে প্রতিটি দলের যোগ্যতা পরিস্থিতি ও কোন কোন খেলোয়াড়দের তারা হারাতে পারে, তা তুলে ধরা হল।
১) গুজরাট টাইটানস (GT)
পয়েন্ট: ১৬ | NRR: +0.793
বাকি ম্যাচ: vs DC, vs LSG, vs CSK
গুজরাট টাইটান্স প্লে-অফ নিশ্চিত করার থেকে একটি জয় দূরে রয়েছে। তাদের শেষ তিনটি ম্যাচ অপেক্ষাকৃত সহজ – দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের বিরুদ্ধে। শীর্ষ দুইয়ে শেষ করাই তাদের লক্ষ্য।
সমস্যা: জোস বাটলার (৫০০ রান) ইংল্যান্ড দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন ২৯ মে থেকে। শারফেইন রাদারফোর্ড এবং কাগিসো রাবাদাও চলে যেতে পারেন।
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)
পয়েন্ট: ১৬ | NRR: +0.482
বাকি ম্যাচ: vs KKR, vs SRH, vs LSG
GT-এর মতোই RCB-ও প্লে-অফ থেকে একটি জয় দূরে রয়েছে। তবে তারা হারাতে চলেছে গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়দের। রোমারিও শেফার্ড, ফিল সল্ট, জ্যাকব বেটেল ও জোশ হেজেলউড হয়তো নাও ফিরতে পারেন। এটা তাদের প্লে-অফে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
৩) পঞ্জাব কিংস (PBKS)
পয়েন্ট: ১৫ | NRR: +0.376
বাকি ম্যাচ: vs RR, vs DC, vs MI
দুটি জয় নিশ্চিত যোগ্যতা দেবে, তবে একটি জয়ও যথেষ্ট হতে পারে। তাদের ঘরোয়া শক্তি ভালো এবং তারা জয়পুরে বাকি সব ম্যাচ খেলবে, যা একটা বড় সুবিধা।
সম্ভাব্য অনুপস্থিতি: মার্কো জানসেন, জোশ ইংলিস (WTC জন্য ডাক পেতে পারেন)।
আরও পড়ুন … কোহলি টেস্টে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন, নির্বাচক ও বোর্ডের কাছ থেকে সমর্থন পাননি… মহম্মদ কাইফ
৪) মুম্বই ইন্ডিয়ান্স (MI)
পয়েন্ট: ১৪ | NRR: +1.156
বাকি ম্যাচ: vs DC, vs PBKS
নিজেদের ভাগ্য নিজেদের হাতে রয়েছে, তবে দুই ম্যাচই জিততে হবে। একটি হার মানেই অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে। MI-এর ঘরোয়া কাঠামো শক্তিশালী।
সম্ভাব্য ক্ষতি: রায়ান রিকেলটন, উইল জ্যাকস।
৫) দিল্লি ক্যাপিটালস (DC)
পয়েন্ট: ১৩ | NRR: +0.362
বাকি ম্যাচ: vs GT, vs MI, vs PBKS
তিনটি ম্যাচের মধ্যে দুইটি জিতলেই ১৭ পয়েন্টে পৌঁছে যাবে। তবে প্রতিপক্ষ তিনটি শক্তিশালী দল হওয়ায় চাপ অনেক।
সমস্যা: মিচেল স্টার্ক, জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক ফিরছে না; ত্রিস্তান স্টাবস দক্ষিণ আফ্রিকার WTC স্কোয়াডে।
আরও পড়ুন … হংকং ম্যাচের পরেই কি ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন মানোলো? জল্পনা তুঙ্গে
৬) কলকাতা নাইট রাইডার্স (KKR)
পয়েন্ট: ১১ | NRR: +0.193
বাকি ম্যাচ: vs RCB, vs SRH
KKR-এর জন্য প্রায় অসম্ভব সমীকরণ। MI-কে দুটি ম্যাচেই হারতে হবে, DC-কে MI-কে হারিয়ে বাকি দুটি ম্যাচে হারতে হবে। এরপর রান রেটে টিকে যাওয়ার আশা থাকতে পারে। তবে এর আগে বাকি দুটো ম্যাচ কেকেআর-কে জিততে হবে।
পজিটিভ: তারা সম্ভবত তাদের সব বিদেশি খেলোয়াড় ধরে রাখতে পারবে।
আরও পড়ুন … সুপারবেট ক্লাসিকের শীর্ষস্থানে ৩ জনের সঙ্গে প্রজ্ঞানন্দের লড়াই! জয়ের খোঁজে গুকেশ
৭) লখনউ সুপার জায়ান্টস (LSG)
পয়েন্ট: ১০ | NRR: -0.469
বাকি ম্যাচ: vs SRH, vs GT, vs RCB
LSG-এর সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ১৬। তাই তাদেরও প্রার্থনা করতে হবে যে MI ও DC তাদের প্রয়োজনীয় ম্যাচ হারাবে। খারাপ NRR-ও সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
চিন্তা: এইডেন মার্কাম (দক্ষিণ আফ্রিকার WTC স্কোয়াডে)। তবে মিচ মার্শ, নিকোলাস পুরান, ডেভিড মিলার থাকবেন।
এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে।