রোহিত শর্মা হয়তো টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু মাঠের বাইরে তাঁর বুদ্ধিমত্তার পরিচয় ভক্তদের বারবার মুগ্ধ করে। সাংবাদিক বিমল কুমারের সঙ্গে এক হালকা সাক্ষাৎকারে, রোহিতের মজা করে বলার একটি ক্লিপ, ‘প্লেয়ারো- কে সাথ না গন্দি বাতে করনি চাহিয়ে (প্লেয়ারদের সঙ্গে খারাপ কথা বলতে হয়),’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
আসলে রোহিত কথাটি আকস্মকি ভাবে এমনিই বলে ফেলেছিলেন। তবে এই কথাটি তাৎক্ষণিক ভাবে সকলের ভ্রু কুঁচকে যাওয়ার মতোই বিষয় ছিল। কিন্তু রোহিত হেসে এর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘গন্দি বাতে মতলব, তেরে কো কিউ নেহি খিলায়া (খারাপ কথা মানে, তোকে কেন খেলালো না)?’ আসলে দল নির্বাচন সম্পর্কে কঠিন, অথচ সত্যি কথাটি বলে ফেলেছিলেন রোহিত।
রোহিতের এই কথায় বিমল কুমার মজা পেয়ে জবাব দিয়েছিলেন, ‘ওহ, আপনি টাফ টকের কথা বলছেন’। তখন রোহিত ব্যঙ্গ করে বলেন, ‘তুমি কেবল ভুল জিনিসই ভাবো!’ দু'জনেই এর পরে হেসে ওঠেন। তবে এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা ভাইরাল হয়ে যায়। নেটপাড়া এই ভিডিয়ো দেখার পর হাসি থামাতে পারছে না।
দ্য মোমেন্টের ভক্তরা একজন ক্রিকেটারের উজ্জ্বল দিকটি বিরল ভাবে দেখেছেন, যা প্রায়শই জনসাধারণের নজরে থাকে।
এই ভাইরাল মুহূর্তটি একটি বড় ঘোষণার ঠিক পরেই এসেছে, যখন রোহিত শর্মা আনুষ্ঠানিক ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা পোস্ট করে লাল বলের ক্যারিয়ারের ইতি টেনে দেন। রোতিহ শর্মা গত বুধবার (৭ মে) এই ঘোষণাটি করেছিলেন। ভারতের জার্সিতে ৬৭টি টেস্ট খেলে ১২টি সেঞ্চুরি সহ ৪,৩০০-এরও বেশি রান করেছেন হিটম্যানষ
লাল বলে ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই আশানরূপ ছিল না রোহিতের ৷ কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রোহিত ৷ সিডনিতে শেষ টেস্ট তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছিলেন ৷ সেই সিরিজ হেরে ভারতও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে। আর এর পর থেকেই রোহিতকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তাঁকে ইংল্যান্ড সফরের দলে রাখা হবে না বলেও শোনা যাচ্ছিল। চাপে পড়েই সম্ভবত তিনি টেস্ট থেকে অবসরের পথে হেঁটেছেন। টেস্ট থেকে অবসর নিলেও, রোহিত ওয়ানডে-তে খেলা চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন। তাঁর আপাতত লক্ষ্য, ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলা!