নিজের কেরিয়ারে দেখা ভয়ঙ্করতম প্রতিপক্ষ বিরাট কোহলি, এভাবেই ভারতীয় কিংবদবন্তিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা বোলার জেমস অ্যান্ডারসন। টেস্টে জোরে বোলারদের মধ্যে তাঁর আশে পাশে ট্র্যাক রেকর্ড নেই আর কারোর। খেলেছেন সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি হয়ে বর্তমান প্রজন্মের শুভমন গিল, যশস্বী জসওয়ালদের বিরুদ্ধে। তাই অতীত থেকে বর্তমান, ক্রিকেটকে নিজের হাতের তালুর মতোই চেনেন জিমি। তিনিই এবার কোহলির টেস্ট অবসরে প্রতিক্রিয়া দিতে গিয়ে বড় বার্তা দিলেন।
বিরাটকে নিয়ে কথা বলতে গিয়ে জিমি অ্যান্ডারসন টক স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অসাধারণ। আমি আগেই বলেছি, রুট সবার ওপরে কারণ ও সব রকমের পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। ও নিজের টেকনিকগুলো নিয়ে সব সময় কাজ করে। যাতে যেরকম পরিস্থিতিই আসুক না কেন, ও যেন তৈরি থাকে। কিন্তু ফ্যাব ফোরের মধ্যে থাকা সব থেকে ভয়ঙ্কর প্রতিদ্বন্দী আমার মনে হয় নিঃসন্দেহে বিরাট কোহলি‘ ’।
এরপর জিমি আরও বলছেন, ‘আমাদের দুজনের মধ্যে লড়াই সব সময়ই ভালো হয়েছে। ও এমন একটা একজন, যার বিরুদ্ধে খেলতে ভালো লাগে। ও নিজের ক্ষমতায় এই জায়গায় এসেছে, আর ও নিঃসন্দেহে দুর্দান্ত টেস্ট প্লেয়ার ’। এরপরই বিরাটকে নিয়ে একটি অপ্রিয় প্রশ্ন আসে জিনির কাছে। সচিন তেন্ডুলকরের সঙ্গে কি তুলনা টানা যায়? পাল্টা জিমি এক মূহূর্তও অপেক্ষা না করে বলেন, ‘তেন্ডুলকরের এক ধাপ নিচে থাকবে বিরাট কোহলি। ’
বিরাটকে ৪১ বছর বয়সী জিমি নিজের কেরিয়ারে ৭বার আউট করেছেন। পাল্টা কোহলিও ৩৬টি ইনিংসে জিমির বিরুদ্ধে ৩০৫ রান করেছেন, ব্যাটিং গড় ৪৩.৫৭।ভারতীয় দল থেকে পরপর দুই তারকার চলে যাওয়া যে নিঃসন্দেহে ক্ষতি সেটা মেনে নিয়েও জিমি কিন্তু আশা রাখছেন, ভারতীয় দলের যা রিজার্ভ বেঞ্চ রয়েছে তাতে কোনও সমস্যা তাঁদের হবে না। ইংরেজদের তারকা পেসার বলছেন, ‘আমার চোখে দেখা সেরা টেস্ট ব্যাটার বিরাট কোহলি। নতুন একজন অধিনায়ক আসতে চলেছে কারণ রোহিত শর্মাও অবসর নিয়েছে। ওদের শূন্যস্থান ভরাট করার কাজটা যথেষ্ট কঠিন, তবে ভারতের হাতে অনেক প্রতিভাও রয়েছে স্কোয়াডে। এখন তো শুধু আইপিএল দেখলেই ক্রিকেটার বেছে নেওয়া যায়। ওরা টেস্ট ক্রিকেটে আইপিএল থেকে প্লেয়ার আনছে যারা খুবই আক্রমণাত্মক, আগ্রাসী এবং ভয়ডরহীনভাবে ব্যাটিং করছে ’।