৯০ দশকের সুন্দরী অভিনেত্রীদের তালিকা যদি প্রকাশ করা হয় তাহলে সেই তালিকায় অবশ্যই ওপরের দিকে নাম থাকবে সোনালি বেন্দ্রের। ছিপছিপে চেহারা, এক ঢাল চুল, মিষ্টি হাসির অধিকারী এই অভিনেত্রীর প্রেমে যে কত পুরুষ পড়েছিলেন একসময়, তা আর গুনে শেষ করা যায় না। তবে জানলে অবাক হয়ে যাবেন, এই সৌন্দর্যের জন্যই নাকি একসময় কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে।
‘হাম সাথ সাথ হে’ ছবির সেই লাজুক প্রেমিকা হোক অথবা ‘ডুপ্লিকেট’ ছবির দুরন্ত খলনায়িকা, যে কোনও চরিত্রেই অসাধারণ উপস্থিতি ছিল তাঁর। কিন্তু এত কিছুর পরেও বলিউডে ‘একটু অতিরিক্ত রোগা’ এই কটাক্ষ বারবার শুনতে হয়েছিল সোনালিকে। সম্প্রতি এই কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই।
আরও পড়ুন: ‘যেতে পারি, কিন্তু...’, মুসলিম হয়েও কেন পাকিস্তানে যেতে চাননি ইরফান?
আরও পড়ুন: ‘পাকিস্তানে হিন্দু নেই?’ মুনিরের মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাভেদ
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনালি বলেন, ‘তখন আমার মাথায় এক ঢাল চুল ছিল, খুব ছিপছিপে গড়ন ছিল আমার। তখন বলিউডে কোঁকড়া চুল, একটু স্থূল আকৃতির মেয়েদেরই বেশি প্রাধান্য ছিল। তাই মাঝে মাঝেই রোগা কটাক্ষ শুনতে হত আমায়।'
অভিনেত্রী বলেন, ‘এখন যেমন মেয়েদের সোজা চুল পছন্দ তখন বেশিরভাগ নায়িকাদের ছিল কোঁকড়ানো চুল। আমি নিজেও অনেকবার চুল কোঁকড়া করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার চুল এতোটাই স্ট্রেট ছিল, কিছুতেই কার্ল হতো না। পরে আর চেষ্টাই করতাম না।’
প্রসঙ্গত, ১৯ বছর বয়সে প্রথম ‘আগ’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন অভিনেত্রী। তবে ১৯৯৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ইংলিশ বাবু দেশি মেম’ ছবিতে অভিনয় করে সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ২৫ বছর পর ফের বড় পর্দায় ‘ধড়কন’, নস্টালজিয়ায় ভাসবেন দর্শকরা
আরও পড়ুন: অসাধারণ! ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার দেখে মুগ্ধ রীতেশ
আমির খানের বিপরীতে ‘সরফরোশ’, অজয় দেবগনের বিপরীতে ‘দিলজলে’, যে কোনও সিনেমায় যে কোনও চরিত্রে তিনি ছিলেন একেবারে যথাযথ। বলিউডের পাশাপাশি তেলেগু ছবিতেও কাজ করেছেন তিনি।
৫০ বছর বয়সী এই অভিনেত্রী সর্বশেষ অভিনয় করেছেন ‘দ্য ব্রোকেন নিউজ’- এ। সম্প্রতি রেমো ডিসুজা পরিচালিত ‘বি হ্যাপি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নোরা ফাতেহি।