শুরু হয়ে গেছে ২০২৫ সালের কান ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি সকলের নজর কেড়েছেন উর্বশী রাউতেলা। কান চলচ্চিত্র উৎসবে অদ্ভুদ সাজে সেজে উপস্থিত হওয়ার কারণে অভিনেত্রীকে হতে হয় কটাক্ষের শিকার। তবে এই প্রথমবার নয়, এর আগেও কান উৎসবে ২৫ মিনিট ধরে ঘূর্ণায়মান দরজার ভেতরে আটকে থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ‘যেতে পারি, কিন্তু...’, মুসলিম হয়েও কেন পাকিস্তানে যেতে চাননি ইরফান?
আরও পড়ুন: ‘পাকিস্তানে হিন্দু নেই?’ মুনিরের মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাভেদ
২০২৫ সালে কান ফেস্টিভ্যালের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উর্বশীর পুরনো একটি ভিডিয়ো যেখানে সাদা রঙের গাউন পরে নায়িকাকে টানা ২৫ মিনিট ঘূর্ণায়মান দরজার ভেতরে ঘুরপাক খেতে দেখা যায়।
ভিডিয়ো ভাইরাল হতেই বিভিন্ন ব্যাঙ্গাত্মক মন্তব্যে ভরে যায় ভিডিয়োর কমেন্ট বক্স। কেউ কেউ এই ব্যাপারটিকে ফুটেজ খাবার নিনজা টেকনিক বলে মনে করেছেন কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন, ‘ডাকু মহারাজ বাঁচাতে এলো আপনাকে?’
চলতি বছর ফের আরও একবার তোতা পাখিকে সঙ্গে নিয়ে কান উৎসবে পৌঁছে গেলেন উর্বশী। ৭৮ তম কান চলচ্চিত্র উৎসবে ময়ূরের সাজে সেজে এসেছিলেন তিনি। একটি পিকক ব্লু রঙের গাউন, মাথায় মুকুট এবং ভারী গয়নায় সেজেছিলেন তিনি। তবে এবারে সবথেকে বেশি যেটি নজর পেয়েছে সেটি হল অভিনেত্রীর হাতের ব্যাগ।
আরও পড়ুন: ২৫ বছর পর ফের বড় পর্দায় ‘ধড়কন’, নস্টালজিয়ায় ভাসবেন দর্শকরা
আরও পড়ুন: অসাধারণ! ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার দেখে মুগ্ধ রীতেশ
কাকাতুয়া ব্যাগ হাতে নায়িকাকে দেখেই হেসে লুটোপুটি খান দর্শকরা। কেউ কেউ অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ আবার মনে করেছেন অন্য অভিনেত্রীকে দেখে কপি করতে গেছেন উর্বশী। কিম্ভুত সাজে অভিনেত্রীকে দেখে অনেকেই তাঁকে ‘জোকার’ বলেও সম্বোধন করেছেন। যদিও উর্বশীর সাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভূমি পেডনেকর।