কান চলচ্চিত্র উৎসব শুরুর ঠিক আগে আয়োজকরা ঘোষণা করেছিলেন যে এবার থেকে রেড কার্পেটে বেশি খোলামেলা ও অতিরিক্ত বড় পোশাক, যেমন লম্বা ট্রেন যুক্ত গাউন ইত্যাদি নিষিদ্ধ। আর নতুন পোশাকবিধি কারণে শেষ মুহূর্তে জুরির সদস্য হ্যালি বেরিকে বদলাতে হল পোশাক। আর তা জেরে বাদ পড়ল ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তার তৈরি পোশাকটি।
রেড কার্পেটর বেশি খোলামেলা ও অতিরিক্ত বড় পোশাক দুই নিষিদ্ধ। তাই নতুন নিয়মের ফলে হ্যালি বেরি উদ্বোধনী রাতের জন্য যে পোশাকটি নির্বাচন করেছিলেন, সেই গাউনটি পড়তে পারলেন না।
আরও পড়ুন: 'খুব ইচ্ছা করে তোমায় জড়িয়ে ধরি, কোলে মাথা রেখে ঘুমাই…', মায়ের মৃত্যুবার্ষিকীতে খোলা চিঠি তন্বীর
তিনি জানান, ‘আজ রাতে পরার জন্য আমি গৌরব গুপ্তার একটি অসাধারণ পোশাক নির্বাচন করেছিলাম। কিন্তু আমি তা পরতে পারলাম না কারণ ট্রেনটি অনেক বড়।’ ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তা এর আগে র্যাপার কার্ডি বি-কে সাজিয়েছিলেন এবং মেট গালার জন্য বড় বড় গাউন তৈরি করেছিলেন। হ্যালি বেরি আরও বলেন, ‘অবশ্যই, আমি নিয়ম মেনে চলব।’
তবে অন্যরা অনেকেই এই নিয়ম মানেননি জার্মান মডেল হেইডি ক্লুম উৎসবের প্রথম লাল গালিচায় কমপক্ষে তিন মিটার (১০ ফুট) লম্বা একটি গোলাপি ট্রেন পরেছিলেন, অন্যদিকে একজন চৈনিক অভিনেতা ওয়ান কিয়ানহুই সাদা টাফেটার একটি বিশাল সাদা মার্শম্যালো মতো পোশাল পরে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন: আমিরের ‘সিতারে জমিন পর’ আদ্যোপান্ত টোকা! ‘ফ্রেম-বাই-ফ্রেম কপি…', ট্রোল নেটিজেদের
মনস্টার'স বল-এর জন্য অস্কার জয়ী হ্যালি বেরিও নতুন লিখিত নিয়মের মাধ্যমে এই সব পোশাকের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে উৎসব আয়োজকদের সমর্থনই জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন ‘নগ্নতার অংশটা সম্ভবত একটা ভালো নিয়ম।’
সোমবার কান আয়োজকরা প্রথমবারের মতো তাঁদের পোশাকের নিয়মাবলী লিখিত আকারে প্রকাশ করে। তবে তা নিয়ে নানা মুনির নানা মত। একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘একটা মানুষ কী পোশাক পরবেন তা নিয়ন্ত্রণ করার বিষয় নয় বরং ফরাসি আইন অনুসারে লাল গালিচায় সম্পূর্ণ নগ্নতা নিষিদ্ধ একটি বিষয়।’
কানের লাল গালিচায় বছরের পর বছর ধরে সাহসী লুকের অনেককেই নজর কাড়তে দেখা গিয়েছে, বিশেষ করে মডেল বেলা হাদিদ ২০২১ সালে শিয়াপারেলির একটি অসাধারণ, ভাস্কর্যপূর্ণ সৃষ্টির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছেন।
বছরের পর বছর ধরে চলা বিতর্ক এবং বিতর্কের পর, কান জুতো সম্পর্কিত নিয়মগুলিও স্পষ্ট করে। এই নিয়মটি এখন স্পষ্টভাবে বিধিবদ্ধ করা হয়েছে। উৎসবে 'হিল সহ বা হিল ছাড়া মার্জিত জুতা বা স্যান্ডেল' পরার অনুমতি দেওয়া হয়েছে, এই পরিবর্তনকে এই বছরের জুরি সভাপতি, ফরাসি অস্কার-বিজয়ী জুলিয়েট বিনোচে ‘খুব ভালো’ বলে প্রশংসা করেছেন, এবং মজা করে বলেছেন যে, তিনি' অভিজ্ঞতা থেকেই এই কথা বলছেন।