মাত্র কিছুদিন আগেই শুরু হয়েছিল দুগ্গামণি ও বাঘমামা। জানা গিয়েছে দুই মাসের মধ্যেই হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে মানালি মনীষা দের সেই সিরিয়াল। প্রায় একই সময়ে জি বাংলার পর্দায় শুরু হয় আরও এক ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। সেটাও কি শেষ হচ্ছে? কী জানা গেল?
আরও পড়ুন: স্বস্তিকা নন, রাজনন্দিনীকে টক্কর দিতে জি বাংলায় 'রাণী ভবানী' হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী?
কী ঘটেছে?
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। এই প্রথম তাঁরা কোনও ধারাবাহিকে জুটি বাঁধলেন। চিরদিনই তুমি যে আমার প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অসমবয়সী এই প্রেমের গল্প তো টিআরপি তালিকায় সেরা পাঁচের মধ্যেও থাকছে। তবে সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছিল চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থা SVF - এর ঝামেলা হওয়ার কারণে হঠাৎই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকও। কিন্তু আদৌ কি এই জল্পনা সত্যি? কী জানালেন ধারাবাহিকের অপু ওরফে অপর্ণা, অর্থাৎ দিতিপ্রিয়া রায়?
আরও পড়ুন: সমকামী পুরুষকে বিয়ে করার বিধান নীনাকে! কোন ‘ভুল’ ঢাকতে এমন 'বুদ্ধি' দেওয়া হয় অভিনেত্রীকে?
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক শেষ হওয়ার জল্পনায় জল ঢেলে দিতিপ্রিয়া রায় আজকালকে জানিয়েছেন যে রটেছে সেটা নিছক জল্পনা। অভিনেত্রীর কথায়, 'এই ধারাবাহিক এখনই শেষ হচ্ছে না। যেটা রটেছে সেটা সম্পূর্ণ ভুল খবর।'
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি যখন শুরু হয় তখন একদম গোড়ার দিকে প্রোমো দেখে দর্শকরা অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন যে এটা রিমেক। ধারাবাহিকের গল্পও তাঁদের নাকি জানা। তবে যাই হোক, গল্পের জোর কিংবা জিতু দিতিপ্রিয়ার অভিনয়ের দক্ষতা বা জুটির রসায়নে দর্শকরা মুগ্ধ হতেই টিআরপিতে ভালো ফল করছে এই ধারাবাহিক।
আরও পড়ুন: উৎপল দত্ত বাবা, সাহানা বাজপেয়ী রজতাভ দত্তর স্ত্রী! ভাইরাল পোস্ট দেখেই কী প্রতিক্রিয়া গায়িকার?
আরও পড়ুন: অনির্বাণের সঙ্গে আর কোনও কাজ নয়! কেন অভিনেতাকে বয়কটের ডাক দিলেন টেকনিশিয়ানরা?