ভারতবর্ষে এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে যে বিষয়গুলিতে সব থেকে বেশি প্রভাব পড়েছে তার মধ্যে অন্যতম হলো বিনোদন শিল্প। ইতিমধ্যেই পাকিস্তানি শিল্পীদের বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ওটিটি প্ল্যাটফর্মগুলিকে পাকিস্তানের ওয়েব সিরিজ, সিনেমা অথবা গান সম্প্রচারিত না করা নির্দেশ দেওয়া হয়েছে। এবার ছবির শ্যুটিং লোকেশন নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিল FWICE।
ভারত পাক উত্তেজনার মধ্যে পাকিস্তানকে সমর্থন করার জন্য এবার তুরস্ককে বয়কট করার আহ্বান জানাল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। সম্প্রতি FWICE - এর তরফ থেকে শেয়ার করা একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় মিডিয়া এবং বিনোদন শিল্পের ৩৬টি হস্তশিল্পের কর্মী, টেকনিশিয়ান এবং শিল্পের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংস্থা FWICE, ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বিষয়গুলিতে পাকিস্তানের সমর্থনকারী দেশ তুরস্ককে শ্যুটিং গন্তব্য হিসাবে বেছে নেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানানো হচ্ছে প্রযোজকদের।’
আরও পড়ুন: ‘যেতে পারি, কিন্তু...’, মুসলিম হয়েও কেন পাকিস্তানে যেতে চাননি ইরফান?
আরও পড়ুন: ‘পাকিস্তানে হিন্দু নেই?’ মুনিরের মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাভেদ
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সব সময় জাতি সবার প্রথমে গুরুত্ব পায়। সাম্প্রতিক ঘটনায় পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন জাতীয় অখন্ডতা এবং নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছে। আমরা মনে করি, এই ধরনের বিনিয়োগ বা সহযোগিতা ভবিষ্যতে দেশের জন্য ক্ষতিকারক হতে পারে। শুধু কূটনৈতিকভাবে নয়, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও বারবার পরিলক্ষিত হয়েছে ভারতের সার্বভৌম স্বার্থের বিরুদ্ধে তুরস্কের অবস্থান। আমরা আমাদের জাতির মর্যাদা বা নিরাপত্তাকে ক্ষুন্ন করে এমন কর্মকাণ্ডের প্রতি উদাসীন থাকতে পারি না।’
সবশেষে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারতীয় চলচ্চিত্র জগতের সমস্ত প্রযোজনা সংস্থা, লাইন প্রযোজক, অভিনেতা, পরিচালক এবং কলাকুশলীদের কাছে আবেদন জানাচ্ছি তুরস্ককে শ্যুটিং স্পট হিসাবে বয়কট করার জন্য। যতক্ষণ না এই দেশটি তার কূটনৈতিক অবস্থান পুনঃবিবেচনা করে ততদিন এই বয়কট জারি থাকবে।’
আরও পড়ুন: ২৫ বছর পর ফের বড় পর্দায় ‘ধড়কন’, নস্টালজিয়ায় ভাসবেন দর্শকরা
আরও পড়ুন: অসাধারণ! ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার দেখে মুগ্ধ রীতেশ
প্রসঙ্গত, ইতিমধ্যেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সাধারণ সম্পাদক অশোক দুবে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন একাধিক পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রী।