১৭ মে থেকে আবারও শুরু হতে চলেছে আইপিএল। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে, ৯ মে বিসিসিআই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল। এই সময়ে বেশির ভাগ বিদেশি প্লেয়ারই তাঁদের নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। তবে, এখন বিদেশি খেলোয়াড়রা ফের ধীরে ধীরে ভারতে ফিরছেন। কিন্তু লিগ শুরুর আগেই একটি ক্রিকেট বোর্ড বড় সিদ্ধান্ত নিয়েছে। এই বোর্ড তাদের ৮ জন প্লেয়ারকে মরশুমে মাঝামাঝি ভারত ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে।
আইপিএলের মাঝে ৮ জন খেলোয়াড়কে দেওয়া হল ভারত ছাড়ার নির্দেশ
ক্রিকবাজের এক প্রতিবেদন অনুসারে, ক্রিকেট সাউথ আফ্রিকা তাদের খেলোয়াড়দের ২৬ মে-র মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মোট ২০ জন খেলোয়াড় আইপিএল ২০২৫-এ খেলছেন, যার মধ্যে ৮ জন খেলোয়াড়কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার দলে নির্বাচিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট চায় এই ৮ জন খেলোয়াড় ২৬ মে-র মধ্যে যেন দেশে ফিরে আসেন। যাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কিছুটা বিশ্রাম নিতে পারেন সেই প্লেয়াররা।
আরও পড়ুন: যুদ্ধবিরতির ঘোষণা শুনেই বিমান থেকে সটাং নেমে পড়েন রিকি পন্টিং, পুরো দল পাওয়ার বিষয়ে আশাবাদী PBKS-ও
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়েছে যে, ‘আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে প্রাথমিক চুক্তি ছিল যে, ফাইনাল ম্যাচটি ২৫ মে অনুষ্ঠিত হবে, আমাদের খেলোয়াড়রা ২৬ তারিখে ফিরে আসবে, যাতে ৩০ তারিখ আমরা দেশ ছাড়ার আগে প্লেয়াররা পর্যাপ্ত সময় পায়।’ কিন্তু এখন আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচটি ৩ জুন অনুষ্ঠিত হবে। এর মানে হল এই ৮ জন খেলোয়াড় প্লে-অফের ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন, যা তাঁদের দলের জন্য একটি বড় ধাক্কা হবে।
আসলে প্রোটিয়ারা ৩১ মে আরুন্ডেলে জড়ো হবে এবং ৩ থেকে ৬ জুন জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এবং ৭ জুন তারা লন্ডনে যাবে। আইপিএলে অংগ্রহণকারী ৮ জন প্রোটিয়া প্লেয়ার এখন দোটনায় পড়ে গিয়েছেন। কারণ যদি তাঁরা পুরো আইপিএল খেলেন, তাহলে জিম্বাবোয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি মিস করবেন। যাতে রাজি নয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও।
কোন দলগুলো বিপর্যয়ের সম্মুখীন হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার দলে নির্বাচিত এই ৮ জন খেলোয়াড় হলেন করবিন বোশ (মুম্বই ইন্ডিয়ান্স), উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দরাবাদ), মার্কো জানসেন (পঞ্জাব কিংস), এডেন মার্করাম (লখনউ সুপারজায়ান্টস), লুঙ্গি এনগিদি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কাগিসো রাবাদা (গুজরাট টাইটান্স), রায়ান রিকেলটন (মুম্বই ইন্ডিয়ানস) এবং ত্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস)। তবে, সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে, তাই তাঁদের খেলোয়াড় উইয়ান মুল্ডার সঠিক সময়ে দেশে ফিরে যেতে পারবেন। এছাড়া বাকি খেলোয়াড়দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হতে পারে।