ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের জন্য কি জসপ্রীত বুমরাহই আদর্শ? যেখানে অনেকে বয়স ও অভিজ্ঞতার কথা বিবেচনা করে গিলকে এগিয়ে রাখছেন, সেখানে চাপের মুহূর্তে পারফরম্যান্স, নেতৃত্বদানের অভিজ্ঞতা ও আত্মনিয়ন্ত্রণের কারণে বুমরাহর পক্ষে ভোট দিচ্ছেন দেশের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তিরা।
তিন বছর আগে যখন রোহিত শর্মাকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়, তখন সম্ভাব্য ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যাঁদের নাম সামনে এসেছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জসপ্রীত বুমরাহ। সেই ধারাবাহিকতায় ২০২২ সালে বার্মিংহ্যামে অনুষ্ঠিত পুনঃনির্ধারিত টেস্টে তাঁকে ভারতের অধিনায়ক করা হয়। এরপর ২০২৪/২৫ অস্ট্রেলিয়া সফরে পার্থে ভারতের একমাত্র জয়ের নায়ক ছিলেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ।
বর্ডার-গাভাসকর ট্রফি হারের পর যখন রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তখন বেশিরভাগ বিশেষজ্ঞ বুমরাহকে নতুন অধিনায়ক হিসেবে সমর্থন জানান। কিন্তু ৭ মে রোহিতের টেস্ট থেকে অবসরের পর, হঠাৎ করেই শুভমন গিলকে ঘিরে অধিনায়কত্বের আলোচনা শুরু হয়। বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, BCCI-এর পূর্ণ সমর্থন পাচ্ছেন শুভমন গিল।
আরও পড়ুন … বড় সমস্যায় পড়তে পারে IPL 2025 প্লে-অফের দৌড়ে থাকা দল! চাপে RCB, PBKS, GT ও MI
রিপোর্ট অনুযায়ী, যদিও বুমরাহ নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন, বারবার চোট পাওয়ার কারণে তিনি কিছুটা পিছিয়ে পড়েন। কিন্তু সঞ্জয় মঞ্জরেকর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলেন অজিত আগারকর-নেতৃত্বাধীন নির্বাচক কমিটির যৌক্তিকতা নিয়ে।
সঞ্জয় মঞ্জরেকর টুইটে লেখেন, ‘আমি অবাক হয়েছি! আমরা বুমরাহ ছাড়া অন্য কাউকে কী করে টেস্ট অধিনায়ক হিসেবে ভাবছি? যদি ওর চোট নিয়ে চিন্তা থাকে, তাহলে সহ-অধিনায়ক নির্বাচনে আরও সচেতন হওয়া উচিত।’
আরও পড়ুন … গিল নয়, অধিনায়ক হোক…. টেস্ট দলের নেতা হওয়ার দৌড়ে নতুন নাম ভাসিয়ে দিলেন শ্রীকান্ত
গাভাসকর ও অশ্বিনেরও পূর্ণ সমর্থন বুমরাহর প্রতি
শুধু সঞ্জয় মঞ্জরেকর নন, সুনীল গাভাসকর ও রবিচন্দ্রন অশ্বিনও মনে করেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হওয়ার জন্য বুমরাহ-ই সবচেয়ে উপযুক্ত। অশ্বিন, তাঁর ইউটিউব শো ‘আশ কি বাত’-এ বলেন, ‘ইংল্যান্ড সফরের জন্য যে দল যাবে, তা একেবারেই নতুন ও রূপান্তরিত দল হবে। সেখানে বুমরাহই সম্ভবত সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। আমি মনে করি, অধিনায়ক হওয়ার পূর্ণ যোগ্যতা রাখে বুমরাহ। তবে নির্বাচকেরা ওর ফিটনেস দেখেই সিদ্ধান্ত নেবেন।’
আরও পড়ুন … ভিডিয়ো: আমি আর ক্রিকেট দেখব না…. মুম্বই বিমানবন্দরে ভক্তের কথা শুনে অবাক বিরাট কোহলি
অন্যদিকে, গাভাস্কার Sports Today-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘জসপ্রীত বুমরাহ আমার মতে একমাত্র পছন্দ। অন্য কেউ অধিনায়ক হলে সে সর্বদা বুমরাহর কাছ থেকে এক ওভার বেশি চাইবে। কারণ ও হল সেই বোলার যে যেকোনো সময় উইকেট নিতে পারে। কিন্তু যদি বুমরাহ নিজেই অধিনায়ক হয়, সে বুঝবে কখন বিশ্রাম দরকার, কখন নয়।’
গাভাসকর আরও বলেন, ‘আগের ওভারে উইকেট পেলেও যদি শরীর বলে যে বিশ্রাম দরকার, তখন বুমরাহ নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। অন্য কেউ হলে হয়তো অতিরিক্ত চাপ দিত।’