রূপরেখা বন্দ্যোপাধ্যায় ফেম গুরুকুল রিয়েলিটি শো জেতেন এবং তাঁর হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি আসে বাংলায়। সেই সময় হাতে গোনা কিছু চ্যানেলে কয়েকটি মাত্র রিয়েলিটি শো হতো কিন্তু এখন প্রতি বছর একাধিক চ্যানেলে একাধিক রিয়েলিটি শো হয়। সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের রিয়েলিটি শোয়ের কী কী ফারাক আছে কী জানালেন রূপরেখা?
আরও পড়ুন: CPM করতেন, তারপর TMC-তে এলেন, পারিশ্রমিক নিয়েছিলেন?', অরিন্দমকে খোঁচা স্বস্তিকার!
কী ঘটেছে?
এদিন বেঙ্গলি মিউজিক ডিরেক্টরিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিজের মতামত জানান রূপরেখা। গায়িকার কথায়, 'বম্বের ব্যাপারটা বলতে পারি ওখানে এখন কিছুটা স্ক্রিপ্টেড হয়। পুরোটা না হলেও। তবে তাও রিয়েল ব্যাপারটা আছে। কলকাতায় যেমন রিয়েল ব্যাপারটাই নেই। পার্থক্য হচ্ছে, আগে এত রিয়েলিটি শো হতো না, তখন ওই আগ্রহটা ছিল যে একটা রিয়েলিটি শো দেখব, ভোট দেব তাতে একটা ছেলে বা মেয়ে জিতে আসবে এখন সেই ব্যাপারটা আর অত নেই। ভোট মানুষ দিতে পারে না।'
রূপরেখা এদিন আরও বলেন, 'এখন প্রতিটি চ্যানেলে চ্যানেলে রিয়েলিটি শো। তাই মানুষ এখন এত মনে রাখতে পারে না। এই ১০-২০ বছর ধরে রিয়েলিটি শো হয়ে এসেছে আমার মনে হয় না প্রত্যেকের নাম সবার মনে আছে। কারও কারও নাম নিশ্চয় মনে আছে। আমার হাত ধরে প্রথমবার বাংলায় চ্যাম্পিয়ন্স ট্রফি আসে। রিয়েলিটি শোয়ের যুগে এটা একটা ঐতিহাসিক ঘটনা বলা যায়। ওই উন্মাদনা এখন আর পাওয়া যায় না। অভিজিৎ সাওয়ান্ত, রাহুল বৈদ্য বা আমি আমরা যেভাবে মানুষের মনে আছি মনে হয় না এখনকার ছেলে মেয়েরা সেভাবে আছে। তখন খুব কম সংখ্যক আর রিয়েল ব্যাপার ছিল। এখন পলিটিক্স থাকলেও থাকতে পারে। তখন রিয়েল ব্যাপারটা ছিল।'
আরও পড়ুন: স্বস্তিকা নন, রাজনন্দিনীকে টক্কর দিতে জি বাংলায় 'রাণী ভবানী' হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী?
আরও পড়ুন: সন্তান আসতে বাকি মাত্র কটাদিন, তার আগে পিয়া কেন বললেন 'কেউ মা না হতে চাইলে সেটাকে উদযাপন করুন'?
প্রসঙ্গত ফেম গুরুকুলে রূপরেখার সঙ্গে ছিলেন অরিজিৎ সিংও। কিন্তু তিনি আগেই বাদ পড়ে যান। কিন্তু সিনে জগতে তিনিই এখন প্রথম সারির গায়কদের অন্যতম। দেশে বিদেশে ছড়িয়ে তাঁর অগণিত ভক্ত।