মাঝে শোনা গিয়েছিল জি বাংলার পর্দায় রাণী ভবানী হয়ে ফিরছেন স্বস্তিকা দত্ত। ছোট পর্দায় একটা সময় একের পর এক হিট উপহার ধারাবাহিক দিলেও বর্তমানে এই টলি সুন্দরীকে বড় পর্দা কিংবা ওয়েব সিরিজেই দেখা যায়। তবে এই খবর প্রকাশ্যে আসায় খুশি হয়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে এবার জানা গেল, স্বস্তিকা নন, বরং আরেক জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাবে রাণী ভবানীর চরিত্রে। সেই অভিনেত্রীরও কেরিয়ার শুরু হয় ছোট পর্দা দিয়েই, তবে এখন টিভি থেকে বহুদূর তিনি। সিনেমা, সিরিজেই মন দিয়েছেন। কিন্তু কে তিনি?
আরও পড়ুন: অনির্বাণের সঙ্গে আর কোনও কাজ নয়! কেন অভিনেতাকে বয়কটের ডাক দিলেন টেকনিশিয়ানরা?
কী ঘটেছে?
মাঝে যতই রটে যাক জি বাংলায় রাণী ভবানীর চরিত্রে স্বস্তিকা দত্তকে শোনা যাবে তবে সম্প্রতি আনন্দবাজারের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে, স্বস্তিকা নন বরং এই চরিত্রের অফার গিয়েছে সন্দীপ্তা সেনের কাছে। টাপুর টুপুর, দুর্গা সহ একাধিক ধারাবাহিকে কাজ করলেও বর্তমানে তিনি ছোট পর্দা থেকে বহুদূরে। এবার নাকি রাণী ভবানী হয়েই কামব্যাক করবেন তিনি।
তবে সন্দীপ্তার কাছে অফার গেলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেই খবর। ফলে শেষ পর্যন্ত অভিনেত্রীকে রাণী ভবানী হিসেবে দর্শকরা ফের দেখতে পাবেন কিনা সেটা আগামী দিনেই বোঝা যাবে। তবে আপাতত তাঁকে দর্শকরা বড় পর্দায় সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি ছবিতে পূর্ণার দিদির চরিত্রে দেখতে পারছেন।
আরও পড়ুন: 'না পাওয়ার রং নাও...' টেস্ট ক্রিকেটকে বিদায়, বিরাটকে শুভেচ্ছাবার্তা সৃজিতের, কী লিখলেন ভিকিরা?
আরও পড়ুন: উৎপল দত্ত বাবা, সাহানা বাজপেয়ী রজতাভ দত্তর স্ত্রী! ভাইরাল পোস্ট দেখেই কী প্রতিক্রিয়া গায়িকার?
রাণী ভবানীকে নিয়ে টানাটানি
সম্প্রতি জি বাংলার তরফে রাণী ভবানীর ঘোষণা করা হয়। তার পরই স্টার জলসার তরফেও জানানো হয় এই ঐতিহাসিক চরিত্রকে নিয়ে তাঁরাও ধারাবাহিক আনছেন নাম রাজ রাজেশ্বরী রাণী ভবানী। সদ্য প্রকাশ্যে এসেছে সেজ ধারাবাহিকের প্রোমো। জানা গিয়েছে সেখানে নাম ভূমিকায় ধরা দেবেন রাজনন্দিনী পাল। এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় অভিষেক ঘটবে তাঁর। ফলে জি বাংলার রাণী ভবানী হিসেবে শেষ পর্যন্ত কে ধরা দেন, দুই চ্যানেলের টক্কর কতটা আর কেমন জমে সেটার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।