পাকিস্তানের পিপিপির সাংসদ আলি মাদাদ জাত্তাক যাচ্ছিলেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘দাবি করা’ জয়ের বিজয়োল্লাসের অনুষ্ঠানে যোগ দিতে। আর বালুচিস্তানের কোয়েট্টার মুনির মেঙ্গাল চকে ওই পাকিস্তানি সাংসদের গাড়ির কনভয় আসতেই তাকে লক্ষ্য করে পর পর বিস্ফোরণ হয়। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, বালুচিস্তানের কোয়েট্টার এই ঘটনার জেরে ১০ জন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের পর অক্ষত রয়েছেন পিপি নেতা আলি মাদাদ জাত্তাক। পাকিস্তানের বিলাওয়াল ভুট্টোর দল পিপিপির নেতা এই জাত্তাক। জাত্তাকের কনভয়ে বিস্ফোরণের খবর পেতেই বিলাওয়াল এক পোস্টে ঘটনার কড়া নিন্দা করেন। বেনজির পুত্র বিলাওয়ালের দাবি, ‘এটা জঙ্গিদের কাপুরুষোচিত হামলা’। তিনি দাবি করেন, এই ধরনের আগ্রাসী ঘটনা তাঁর পার্টিক মনোবল ভাঙতে পারবে না।
এদিকে, ঘটনার পর পরই কোয়েট্টার ওই এলাকায় পৌঁছে যায় ব্যাপক পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বালুচিস্তানের স্বাস্থ্য দফতর জানিয়েছে, আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের যাবতীয় চিকিৎসা চলছে। জানা গিয়েছে, এই চিকিৎসার সময়ই আগে আহতদের মধ্যে থেকে একজন মারা যান। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সারফারাজ বুগতি ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনাকে প্রভিন্সের শান্তি ভঙ্গের শামিল বলে তিনি বর্ণনা করেছেন। এলাকার পুলিশের তরফে জানানো হয়েছে, জাত্তাকের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছে। তার ফলেই ভয়াহ বিস্ফোরণ হয়। অনেকেই ওই গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছুড়তে থাকেন। ঘটনাটি কোয়েট্টার শারিব রোডে হয়। তাতে জত্তাকের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী বলেছেন, যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের কোনও মতেই ছেড়ে দেওয়া হবে না। বালুচিস্তানের সরকারি মুখপাত্র বলছেন, সেদেশের একজন নির্বাচিত প্রতিনিধির ওপর এভাবে হামলা সেদেশের গণতন্ত্রের ওপর হামলার শামিল।
( পাকিস্তানের পর বাংলাদেশও তাকিয়ে IMFর দিকে! জুনের মধ্যে কত কোটি ডলারের আশা ঢাকার?)
( রথযাত্রা ২০২৫র আগে বুধ আসছেন কৃপা বর্ষণ করতে! লাকিদের কী কী প্রাপ্তি?)
এদিকে, বালোচ বিদ্রোহীরা তাদের স্বাধীনতার দাবিতে জোরালো বার্তা দিয়েছেন। বালোচ নেতা মীর ইয়ার বালোচ বুধবার দাবি করেছেন, বালুচিস্তান কোনও দিনওই পাকিস্তানের অংশ ছিল না। আর একইসঙ্গে তাঁর দাবি, তাঁদের যেন 'পাকিস্তানের মানুষ' বলে উল্লেখ না করা হয়। তাঁদের দাবি,'১৯৪৭ সালের ১১ অগস্ট আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, যখন ব্রিটিশরা বালোচিস্তান ও উপমহাদেশ ছেড়ে গিয়েছে।' সদ্য ভারত, পাকিস্তান সংঘাতের আবহে বালুচিস্তান থেকে ভারতের প্রতি বেশ কিছু বার্তা উঠে এসেছে। মীর ইয়ার বালোচ বলছেন,'আমরা পাকিস্তানি নই, আমরা বালোচিস্তানি'।