কত কিছুই না করতে পারে এআই। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। কৃত্তিম বুদ্ধিমত্তা। এবার অসমের এআই সঞ্চালিকা। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সেই এআই সঞ্চালিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, অঙ্কিতার সঙ্গে পরিচয় করে নিন। আমাদের এআই অ্যাঙ্কর। যিনি আপনাদের লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে আনছেন। সম্প্রতি অসমের মন্ত্রিসভার মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেটা জানাচ্ছেন অঙ্কিতা।
অঙ্কিতা আসলে এআই অ্যাঙ্কর। তিনি অসমের মন্ত্রিসভার নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন।
ডিব্রুগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে ভূপেন হাজারিকার নামে রাখা থেকে শুরু করে চা বাগানের শ্রমিকদের জন্য় এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সবটাই জানিয়েছেন ওই এআই সঞ্চালিকা।
সেখানে ওই সঞ্চালক বলছেন, অসম সরকার চার বছরে পা দিল। এই চার বছরে মন্ত্রিসভা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিব্রুগড় বিমানবন্দরটি ভূপেন হাজারিকার নামে নামকরণ করা হবে। এটা বিধানসভায় পাশ করার পরে ভারত সরকারের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। অসমের চা শ্রমিকদের জন্য় আর্থিক সহায়তা সংক্রান্ত বিষয়গুলিকে অনুমোদন করেছে মন্ত্রিসভা। অসমের চা শ্রমিকদের জন্য় নানা ধরনের উন্নয়ন মূলক পদক্ষেপকে অনুমোদন করেছে মন্ত্রিসভা।
অসমের মুখ্য়মন্ত্রীর জীবন প্রেরণা স্কিমের কথাও উল্লেখ করা হয়েছে। অক্টোবর ২০২৫ সাল থেকে এটা লাগু করা হবে। অসমের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ স্কিমের কথা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে একাধিক সরকারি স্কিমের কথা উল্লেখ করেছেন ওই সঞ্চালিকা।
অসমিয়া ভাষায় ওই অ্যাঙ্কর অসমের মন্ত্রিসভার নানা পদক্ষেপকে সামনে এনেছেন। একাধিক সরকারি প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। তবে সবটাই ঘোষণা করেছেন অসমের এআই অ্যাঙ্কর। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
সেই অ্যাঙ্কর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে বলে চলেছেন। অসমের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেখানে একদিকে যেমন রয়েছে ডিব্রুগড় বিমানবন্দরের নাম পরিবর্তন সংক্রান্ত। তেমনি সেখানে রয়েছে চা শ্রমিকদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নানা বিষয়।
সেই সঙ্গেই ছাত্রছাত্রীদের আগামী দিনের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেটাও দেখা হচ্ছে। ওই সঞ্চালিকা গোটা বিষয়টি তুলে ধরেছেন। তবে তাঁর বাস্তবে কোনও অস্তিত্ব নেই। তিনি কেবলমাত্র এআই নির্দেশিত। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের মাধ্য়মে তৈরি করা হয়েছে ওই সঞ্চালিকাকে।