সচরাচর আইপিএল নিলামের আগে নিজেদের কোর টিম ধরে রাখতে অভ্যস্ত চেন্নাই সুপার কিংস। এমনকি তারা নিজেদের🎀 ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নিলাম থেকে দলে ফেরাতে মরিয়া থাকে। নিজেদের অভিজ্ঞ ক্রিকেটারদের ধরে রাখার প্রবণতা দেখেই এনেক সময় চেন্নাই সুপার কিংসকে বুড়োদের দল বলেও কটাক্ষ শুনতে হয়েছে। তবে চেন্নাই তাদের স্ট্র্যাটেজি বদলায়নি।
যদিও এবার সেই ছবিটায় বদল দেখা যেতে পারে। কেননཧা মহেন্দ্র সিং ধোনি যে একেবারেই কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন, সেটা বুঝতে অসুবিধা হয়নি ফ্র্যাঞ্চাইজির। তাছাড়া নিজের ফিটনেস𝕴 নিয়েও সমস্যায় রয়েছে ধোনি। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, ধোনি পরবর্তী সুপারস্টারের খোঁজ শুরু করতে হচ্ছে চেন্নাইকে।
সম্ভবত সেই কারণেই এবার ঋষভ পন্তকে দলে পেতে ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস। ঋষভ পন্তের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিন্ন হতে ▨চলেছে বলে খবর। সুতরাং, পন্ত নিলামে উঠতে পারেন। পন্তের নিলামে অংশ নেওয়ার সম্ভাবনা দেখেই 💙চেন্নাই শেষ মুহূর্তে বদলাতে পারে নিজেদের রিটেনশন পরিকল্পনা।
চেন্নাই জাไনে যে, ঋষভ পন্ত নিলামে উঠলে অনেক দলই তাঁকে পেতে ঝাঁপাবে। সেক্ষেত্রে বিস্তর দাম উঠতে পারে পন্তের। এমনকি ২০ কোটিও ছাড়িয়ে যেতে পারে পন্তের দাম। সুতরাং, ঋষভকে দলে নিতে হলে নিলামের আসরে পর্যাপ্ত অর্থ নিয়ে বসতে হবে চেন্নাই সুপার কিংসকে।
চেন্নাই এবার মহেন্দ্র সিং ধোনিকে ঘরোয়া ক্রিকেটার হিসেবে রিটেন করছে। সুতরাং, ধোনির জন্য বিস্তর খরচ করতে হবে না তাদের। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, পন্তের জন্য টাকা বাঁচাতেই রবীন্দ্র জাদেজাকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে পারে চেন্নাই। জাদেজা𝔉কে ধরে রাখতে হলে মোটা টাকা খরচ করতে হবে চেন্নাইকে।
যদিও জাদেজাকে একেবারে হাতের বাইরে যেতে দিতে নারাজ চেন্নাই। তারা চাইছে আরটিএম কার্ডে জাদেজাকে স্কোয়াডে ফেরাতে। আসলে নিলামে পღন্তের জন্য কত টাকা খরচ হয়, সেটা দেখে সেই মতো জাদেজার জন্য দর হাঁকতে পারে চেন্নাই।