মাঠের মাঝেই দুই ভাইয়ের ঝগড়া। তবে কথা কাটাকাটি তিক্ততার জন্য নয়🤪। বরং এখনও মাঠে নামলে যে দলের জন্য কতটা আবেগ কাজ করে ইরফান পাঠান ও ইউসুফ পাঠানোর মধ্যে, সেটাই দেখা গেল আরও একবার।
ইরফান-ইউসুফ দুই ভাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হয়ে গেল। পেশাদার ক্রি🦩কেটও খেলেন না। তবে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে কার্যত নিয়মিত মাঠে নামতে দেখা যা পাঠান ভাইয়েদের। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ হোক বা লেজেন্ডস লিগ, মাঠে নামলে নিজেদের উজাড় করে দেওয়ার তাগিদ এখনও দেখা যায় ইরফানদের মধ্যে।
দুই ভাই এবার ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের হয়ে মাঠে নামছেন ইংল্𝄹যান্ডে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে। বুধবার নর্দাম্পটনে কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের লড়াই ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেমিফাইনালের টিকিট আটকে ছিল বলেই এই ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
ম্যাচ হারলেও সেমিফ🌠াইনালে যাওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। তবে বজায় রাখতে হতো নেট রান-রেট। ভারত শেষমেশ ম্যাচ হেরে মাঠ ছাড়ে। তবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলকে দেড়শো রানের গন্ডি পার করিয়ে নেট রান-রেট বজায় রাখতে সাহায্য করেন ইউসুফ-ইরফান দুই ভাই। ব্যাট হাতে অনবদ্য পারফর্ম্যান্স উপহার দেন দু'জনে।
এই ম্যাচের মাঝেই একবার বাইশগ🥀জে দুই ভাইকে ঝগড়া করতে দেখা যায়ꦺ। আসলে ১৯তম ওভারে দুই ভাইয়ের ভুল বোঝাবুঝিতে রান-আউট হতে হয় ছোট ভাই ইরফানকে। স্টেইনের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন ইরফান। বল ঠিক মতো কানেক্ট হয়নি ব্যাটে। যদিও ফিল্ডার ক্যাচ ধরতে পারেননি।
ইরফান সেই বলে ২ রান নেওয়ার চেষ্টা করেন। তিনি পুনরায় ব্যাটিং ক্রিজে পৌঁছে গিয়েছিলেন প্রায়। তবে ইউসুফের ২ রান নেওয়ার ইচ্ছা ছিল না। তিনি শেষ মুহূর্তে ফেরত পাঠান ছোট ভাইকে। ইউসুফ ক্রিজ না ছাড়ায় ইরফানকে বাধ্য হয়েই বোলিং ক্রিজে ফিরতে হয়। যদিও তিনি শেষমেশ বোলিং ক্রিজে পৌঁছতে পারেননি। ততক্ষণে ফিল্ডার ডেন ভিলাসের ছোঁড়া বল ধরে বেল ফেলে দিয়েছেন বোলার স্টেইন। সুতরাং, রান-আউট হয়ে মাঠ ছাড়ত♓ে হয় ইরফানকে।
আউট হয়ে ক্রিজ ছাড়ার আগে ইরফান চিৎকার করে ওঠেন ইউসু🧸ফকে উদ্দেশ্য করে। সম্ভবত তিনি বল না দেখার জন্য দোষ দেন দাদাকে। ইউসুফকেও পালটা বকাঝকা করতে দেখা যায়। ম্যাচে ইউসুফ পাঠান ৪৪ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ইরফান পাঠান ২১ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেনཧ। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।