আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে ধুন্ধুমার লড়াই হবে নিশ্চিত। কেননা এবার বেশ কয়েকজন মহাতারকার দলবদলের সম্ভাবনা রয়েছে। যাঁদের মধ্যে সবার আগে নাম রয়েছে রো♔হিত শর্মার।
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিতের সম্পর্ক যে আগের মতো নেই, সেটা এতদিনে সবার জানা। যেভাবে আইপিএল ২০২৪-এর আগে রোহিতকে সরিয়ে হার্দিক পান্꧂ডিয়াকে ক্যাপ্টেন করে মুম্বই, তাতে রীতিমতো সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় পান্ডিয়া এবং এমআই মালিকপক্ষকেও।
রোহিত শর্মা যে মানের ক্রিকেটার এবং ক্যাপ্টেন হিসেবে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পরে এই মুহূর্তে তাঁর যে ভবমূর্তি রয়েছে, তাতে হিটম্যান মাথা নীচু করে মুম্বই ইন্ডিয়ান্সে পড়ে থাকার পাত্র নন বলে মনে করছে বিশেষজ্ঞমহল। তার উপর বিসিসিআই রাইট টু ম্যাচ কার্ড-সহ পুরনো স্কোয়াডের মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দিতে পারেജ ফ্র্যাঞ্চাইজিগুলিকে। সব দিক বিবেচনা করে এটা ধরে নেওয়া হচ্ছে যে, রোহ꧟িত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য কোনও দলে যোগ দিতে পারেন।
রোহিতের মানের ক্রিকেটার নিলামে উঠলে অনেক ফ্র্যাঞ্চ🍬াইজিই তাঁকে দলে নিতে ঝাঁপাবে সন্দেহ নেই। তবে এই মুহূর্তে একজন নেতার সব থেকে বেশি প্রয়োজন রয়েছে পঞ্জাব কিংসের। শিখর ধাওয়ান অবসর নেওয়ার পরে রোহিতকে ক্যাপ্টেন করার জন্য ঝাঁপা෴তে পারে পঞ্জাব।
পঞ্জাব কিংসের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন সঞ্জয় বাঙ্গার এক্ষেত্রে স্পষ্ট করে দিলেন ছবিটা। তাঁর কথাতেই ইঙ্গিত মিলল যে, রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া কেবল সময়ের অপেক্ষা। ইউটিউব চ্যানেলের পডকাস্টে বাঙ্গার বুঝিয়ে দেন যে, নিলামে তাঁদের নজর থাকবে রোহিত শর্মার দিকে। অবশ্য হিটম্যানকে দলে নেওয়ার মতো তাঁদের হাতে পর্যাপ্ত🅰 অর্থ থাকবে কিনা, সেই বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
বাঙ্গার বলেন, 'এটা নির্ভর করবে আমাদের হাতে পর্যাপ্ত টাকা থাকবে কিনা তার উপর। কেননা রোহিত যদি নিলামে অংশ নেয়, তবে আমার বিশ্বাস ও⛦র বিস্তর দাম উঠবে।
রোহিত শর্মার আইপিএল কেরিয়ার
রোহিত শর্মা এখনও পর্যন্ত মোট ২৫৭টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। ২৯.৭২ গড়ে সংগ্রহ করেছেন ৬৬২৮ রান। স্ট্রাইক-রেট ১৩১.১৪। রোহিত আইপিএলে ২টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। স💙র্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৯ রানের। রোহিত ছক্কা মেরেছেন ২৮০টি এবং 𝓰চার মেরেছেন ৫৯৯টি। ক্যাচ ধরেছেন ১০১টি। ক্যাপ্টেন হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে ৫টি আইপিএল জিতিয়েছেন রোহিত।