ভারতীয় ক্রিকেট দলে জার্সিতে অবশেষে প্রত্যাবর্তন হতে পারে একদিনের ফরম্যাটে দ্বিশতরান করা তারকা ক্রিকেটার ইশান কিষানের। 💙ভারতীয় দলের এই বাঁহাতি ওপেনার বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। ফর্মেও রয়েছেন তিনি। সেই সুবাদেই তা꧑ঁকে ফেরানো হতে পারে জাতীয় দলে, তবে তাঁর আগে তাঁকে বিদেশের মাটিতে প্রমাণ করতে হবে নিজেকে।
ইন্ডিয়া এ দলে প্রত্যাবর্তন হচ্ছে ইশান কিষানের-
জেদ দেখাতে গিয়ে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন ইশান কিষান। শ্রেয়স আইয়ার ভারতীয় দলে ফি🌟রলেও এখনও ব্রাত্য থেকেছেন কিষান। তাঁকে তাঁর জায়গাটা ঠিকভাবেই বুঝিয়ে দিয়েছে বিস🃏িসিআই। কোনও ক্রিকেটার যে প্রতিষ্ঠানের থেকে বড় হতে পারে না,সেটাই বোঝা গেছে বোর্ডের বার্তায়। এবার ইশান ফিরতে চলেছে ইন্ডিয়া এ দলের হাত ধরে।
জেদ দেখাতে গিয়ে বাদ পড়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকে-
ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলকে গুরুত্ব দিতে গিয়ে গত বছর রঞ্জি ট্রফিতে খেলেননি ইশান কিষান। দঃ আফ্রিকা সিরিজ থেকেও নাম প্রত্যাহার করেছিলেন। বিসিসিআই,কোচ, নির্বাচকদের বারবার নির্দেশ সত্ত্বেও তা না মেনে, খেলেননি রঞ্জিতে। পাল𝕴্টা বোর্ডও তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বের করে দিয়ে কড়া মনোভাব স্পষ্ট করে। বাদ পড়েন তিনি টি২০ বিশ্বকাপের দল থেকেও। এরপর থেকে জাতীয় দলে আর খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের।
আরও পড়ুন-এক যুগ পর ভারতে এসে শতরাꦅন কিউয়ি ব্যাটারের! রস টেলরের পাশে নাম তুললেন রাচিন রবীন্দ্র…
জাতীয় দলে খেলার রাস্তা মসৃণ হচ্ছে ইশানের-
অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে তাঁর। জানা যাচ্ছে, ঘরোয়া ক্রিকেটে ঝাড়খন্ড ক্রিকেট দলের অধিনায়কত্ব করা ইশান কিষানকে আগামী বর্ডার গাভাসকর সিরিজের আগে ইন্ডিয়া এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি, চার দিনের ম্যাচে খেলবেন, এরপর ভারতীয় দলের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে খেলবে ইন্ডিয়া এ দল। সেই ম্যাচেও খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকাꦅ ওপেনার।
ভারতীয় এ দলের অধিনায়ক রুতুরাজ না ইশ্বরণ?
প্রসঙ্গত ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে রুতুরাজ গায়েকওয়াড় অথবা অভিমন্যু ঈশ্বরণকে। এদের মধ্যে একজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও খেলতে দেখা যেতে পারে। প্রথম অথবা দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা ব্যক্তিগত কারণে খﷺেলবেন না বলে বোর্ডকে জানিয়েছেন। সেক্ষেত্রে গত চারটি প্রথম শ্রেণীর ম্যাচে শতরান করা অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়াও বাংলা দল থেকে আরও দুই ক্রিকেটার অভিষেক পোড়েল এবং পেসার মুকেশ কুমারকেও অস্ট্রেলিয়ায় ইন্ডিয়া এ দলের হয়ে খেলতে দেখা যেতে পারে বলে বোর্ড সূত্রে খবর।