সব কিছু ঠিকঠাকই চলছিল। হিসাবে গোলমাল হয়ে যায় ইসি ওংয়ের ক্যাচ ছဣাড়ার পরেই। জীবনদান পেয়ে ব্রিটিশ অল-রাউন্ডার এমন তাণ্ডব চালাতে শুরু করেন, ভারতের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি আর। ফলে শেষমেশ ইংল্যান্ড-এ দলের বিরুদ্ধে মহিলা টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হার মানতে হয় ভারতীয়-এ দলকে।
ওয়াংখেড়েতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ꦺ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে। উইকেটকিপার উমা ছেত্রী ওপেন করতে নেমে ১৪ বলে ২৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ২০ রান করেন তিন নম্বরে ব্যাট করতে নামা দিশা কাসাত।
৫টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২৭ রান করেন কণিকা আহুজা। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২৬ রান করে নট-আউট থাকেন আরুশি গোয়েল। ক্যাপ্টেন মিন্নু মণি ১৩ বলে ১🍒৪ রান করেন। তিনি ৩টি চার মারেন।
বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। দীনে꧃শ বৃন্দা ৪, জ্ঞানানন্দ দিব্যা ৭, কাশভি গৌতম ২, মন্নত কাশ্যপ ৩ ও জিন্তিমণি কলিতা ৪ রান করেন। খাতা খুলতে পারেননি শ্রেয়াঙ্কা পাতিল।
ইংল্যান্ডের হয়ে ২৮ রানে ৩টি উইকেট দখল করেন ক্রিশ্চি গর্ডন। ৩৬ রানে ২টি উইকেট নেন চার্লি ডিন। ১টি করে উইকেট🌞 সংগ্রহ করেন মাহিকা গৌর, ইসি ওং, লরেন ফিলার ও ম্যাডি ভিলিয়র্স।
পা💫লটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড-এ দল একসময় ১২৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে। তখনও পর্যন্ত ম্যাচের রাশ ছিল ভারতের হাতে। তবে ব্যক্তিগত ১৭ রানের মাথায় জীবনদান পাওয়ার পরেই ২টি চার ও ১টি ছক্কা মেরে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ইসি ওং।
ইংল্যান্ড ১৮.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়ের সুবাদে ইংল্যান্ড ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-১ সমতা ফেরায়। ইসি ওং ৫টি চার ও ১টি ছক্কার সাহ🏅ায্যে ১৫ বলে ৩৫ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে নট-আউট থাকেন।
গ্রেস ক্রিভেন্স করেন ৩৯ রান। ২৭ রান করেন 🏅মাইয়া বꦿাউচার। ফ্রেয়া কেম্প ১৭ ও চার্লি ডিন ১০ রানের যোগদান রাখেন। ভারতের হয়ে ২৯ রানে ২টি উইকেট নেন মিন্নু মণি। ১টি উইকেট নেন শ্রেয়াঙ্কা।