২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের এক ওভারে ৬টি ৬ মারার কথা কে না মনে রেখেছে। ইতিহাসে জায়গা করে নিয়েছে ওই দিনের ম্যাচ। ক্রিকেট প্রেমীদের পাশপাশি সেই স্মৃতি ভুলতে পারেননি ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। অবশ্য ভুলবেন কিভাবে, যুবরাজ যে এই রেকর্ড তাঁর বিরুদ্ধেই বানিয়েছিলেন। এবছর ১৯ সেপ্টেম্বরে ১৭ বছর সম্পন্ন হল সেই ঐতিহাসিক ইনিংসের⛄। ডারবানে ২০০৭ টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেখানেই এই রেকর্ড সৃষ্টি করেন যুবরাজ সিং।
বর্তমানে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ চলছে। সেখানে এক ম্যাচে স্কাই স্পোর্টসের হয়ে কমেন্ট্রি করার জন্য উপস্থিত ছিলেন স্টুয়ার্ট ব্রড এবং মাইক🔯েল আথারটন। তখন তাঁকে যুবরাজের সেই ছক্কা হাঁকানোর ছবি দেখিয়ে প্রতিক্রিয়া নেন মাইকেল আথারটন। তিনি বলেন, ‘আমি এটা আর কখনও দেখিনি, কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, সেখানেও নো-বল হয়নি। এটা সৌভাগ্য আমার’। এরপর ব্রড মজা করে বলেন, ‘নইলে এটা সাতটি ছক্কা হতে পারত’।
যুবরাজ সেই ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন। তাঁর ৬টি ছক্কার মধ্যে ২টি খুবই জনপ্রিয় হয়েছিল। যেখানে ব্রড দিশেহারা হয়ে কোমরের উপরে ফুলটস বল করেন। যুবরাজ সেই বলকেও হাঁটু ভেঙে বসে বাউন্ডারির উদ্দেশে পাঠায়। সেই ম্যাচে ১২ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করে যুবি। এটি টি-২০ ক্রিকেটের দ্রুততম অর্ধশতরান ছিল। যুবরাজের ইনিংসের উপর ভর করে ভারত সেই ম্যাচে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও ভালো খেলে। তবে 🃏শেষ পর্যন্ত ১৮ রানে জয় লাভ করে 🌼ভারত।
সেবছর প্রথমবার টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। আয়োজক দেশ ছিল সাউথ আফ্রিকা। টুর্নামেন্টের শুরুটা ভালোই করেছিল ভারত। ব্রড যেই ম্যাচের উল্লেখ করেছেন সেটি ছিল সুপার ৮-এর ম্যাচ। উল্লেখ্য,অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে ২০০৭ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর অনেকটা সময় চলে গেছে, অবসর নিয়েছেন যুবি-মাহিরা। গতবছর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্রডও। শুধু যুবরাজ নয় ব্রড অনেক ভারতীয় ক্রিকেটারের কাছেই মার খেয়েছেন। সম্প্রতি ২০২২ সালে জসপ্রীত বুমরাহ ব্রডের বিরুদ্ধে ১ ওভারে ৩৫ রান করেছিলেন।