🧔 বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের আগে ভারতীয় শিবিরে বিরাট স্বস্তি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া। চোট পেয়েছেন সরফরাজ খান, লোকেশ রাহুল ও শুভমন গিল। সরফরাজ ও লোকেশের চোট কতটা গুরুতর, এতদিন সেই বিষয়ে কোনও আপডেট ছিল না। তবে শুভমন গিলের আঙুলে চিড় ধরেছে বলে খবর। তিনি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন না বলে শোনা যাচ্ছে। তবে লোকেশ রাহুলের চোট নিয়ে রবিবার আপডেট পেল ভারতীয় ক্রিকেটমহল।
ꦰএদিকে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে মাঠে নামবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা, এমনটাই খবর। সুতরাং, নির্বাচিত স্কোয়াডের চারজন ক্রিকেটারকে নিয়ে সংশয় দেখা দেয়। উল্লেখযোগ্য বিষয় হল, চারজনই ব্যাটার। অর্থাৎ, এক্ষেত্রে প্রথম টেস্টের কম্বিনেশন নির্ধারণ নিতান্ত মুশকিল হয়ে দাঁড়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে।
ꦡএই অবস্থায় রবিবার স্বস্তির খবর মেলে ভারতীয় সমর্থকদের। RevSportz-এর রিপোর্ট অনুযায়ী লোকেশ রাহুলের চোট গুরুতর নয় এবং তিনি নেটে ব্যাটিং শুরু করেছেন। রবিবার পার্থের নেটে ব্যাট করতে দেখা যায় লোকেশ রাহুলকে। যার অর্থ, ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্টে লোকেশের মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়।
কীভাবে চোট পান লোকেশ রাহুল
💮লোকেশ রাহুল শুক্রবার ভারতীয়-এ দলের বিরুদ্ধে ম্যাচ পরিস্থিতির অনুশীলনের সময় চোট পান। প্রসিধ কৃষ্ণার একটি লাফিয়ে ওঠা বলে ডান কনুইয়ে আঘাত লাগে লোকেশ রাহুলের। তিনি ফিজিওর শুশ্রুষা নিয়ে ব্যাটিং জারি রাখার চেষ্টা করেন বটে, তবে পারেননি। চোট নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন রাহুল। মাঠ ছাড়ার আগে ২৯ রানের সাবলিল ইনিংস খেলেন লোকেশ।
রোহিতের বিকল্প লোকেশ
🃏বিসিসিআই এখনও সরকারিভাবে জানায়নি রোহিত প্রথম টেস্টে খেলবেন কিনা। তবে কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছেন যে রোহিত না খেললে তাঁদের প্ল্য়ান-বি তৈরি রয়েছে। হিটম্যান না খেললে লোকেশ রাহুল বা অভিমন্যু ঈশ্বরনকে দিয়ে ওপেন করানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লোকেশ ফিট থাকলে রোহিতের বদলে যশস্বীর সঙ্গে তাঁর ওপেন করতে নামার সম্ভাবনা প্রবল।
লোকেশকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা স্পষ্ট
𝓰রোহিতকে সিরিজের প্রথম টেস্টে পাওয়া নাও যেতে পারে বুঝেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট লোকেশ রাহুলকে ওপেনার হিসেবে সড়গড় হওয়ার সুযোগ দেয়। তাঁকে তড়িঘড়ি অস্ট্রেলিয়ায় পাঠিয়ে এ-দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে মাঠে নামানো হয়। অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে সেই ম্যাচে ওপেন করতে নামেন লোকেশ। যদিও দুই ওপেনারই সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। লোকেশ রাহুল দুই ইনিংসে আউট হন যথাক্রমে ৪ ও ১০ রান করে।