ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার দাপুটে ব্যাটিংয়ের সামনে কার্যত উড়ে গেছে পঞ্জাব কিংস। সানরাইজার্সের বিরুদ্ধে ২৪৬ রানের লক্ষ্যমাত্রা রাখা হলে🦩ও সেই রান ৯ বল বাকি থাকতেই তুলে নিয়েছে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডের দল। সৌজন্যেই সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনারের দুরন্ত ব্যাটিং। ম্যাচে ৫৫ বলে ১৪১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন অভিষেক শর্মা।
ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার তাণ্ডবলিলায় প্রায় ২৫০র কাছাকাছি টার্গেটও মনে হয়েছে যেন কিছুই না। ১২.২ ওভারের মাথায় যখন হেড আ🧸উট হলেন তখন সানরাইজার্সের স্কোর ১৭১। মানে তখনই কার্যত পঞ্জাবের হার নিশ্চিত হয়ে গেছে। এরপর অভিষেক শর্মাও ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের একদম কাছাকাছি নিয়ে গেলেন।
তবে ম্যাচের মাঝেই ঝামেলায় জড়ান অস্ট্রেলিয়ার দুই ক্রিকꦬটোর গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্র্যাভিস হেড। হায়দরাবাদের হয়ে যখন ব্যাটিং করছিলেন হেড, তখনই ম্যাক্সওয়েলের সঙ্গে তাঁর বাগযুদ্ধ লেগে যায়। এরপর আরেক অজি সতীর্থ মার্কাস স্টইনিসকে দেখা যায় সেখা♉নে গিয়ে দুজনের সঙ্গেই কথা বলতে এবং দুজনকেই ঠান্ডার করার চেষ্টা করতে।
অবশ্য এক্ষেত্রে দোষ কিন্তু রয়েছে ম্যাক্সওয়েলের। কারণ হেডের মারা বলই ♛ম্যাক্সওয়েল﷽ের কাছে আসতে তিনি তা স্টাম্প লক্ষ্য করে ছুঁড়ে দেন। আর তাতেই হেড বিরক্ত হন এবং রেগে যান। এরপর দুই তারকাই নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়ান। একঝলকে দেখে নিন সেই ভিডিয়ো, যদিও পরে বিষয়টি ঠান্ডা হয়।
ম্যাচ শেষে ট্র্যাভিস হে💮ড অবশ্য বিতর্ক না বাড়িয়ে বলে দিলেন, ‘সতীর্থদের সঙ্গে খেলতে সব সময়ই বেশ মজাদার লাগে। একটু ꦓআধটু বন্ধুত্বসুলভ ঝগড়া ভালোই লাগে ’। ব্যাট হাতে ট্র্যাভিস হেড মাত্র ৩৭ বলে ৬৬ রানের ধামাকাদার ইনিংস খেলেন। অভিষেকের সঙ্গে তাঁর বিশাল জুটির সুবাদেই ম্যাচ জিতে আইপিএলে কামব্যাক করে এসআরএইচ।
তিনি বলেন, ‘ আজ আমাদের জয়টা দরকার ছিল। আমরা মাঝপথের মধ্যেই ꦬকাজটা সেড়ে ফেলেছিলাম। আমরা নিজেদের সুযোগ দিতে চেয়েছিলাম। প্রথম দুই ওভারে আমরা ধৈর্য্য ধরেছি। ছন্দ ফিরে পেয়ে ভালোই লাগছে। ছোট ছোট বিষয়গুলোই ঠিক করতে চেয়েছিলাম, যেমন গতবার করেছিলাম। আমরা নিজেদের মধ্যে একে অপরকে প্রশংসা করে থাকি। আজকে আমাদের ভাগ্যও সাথ দিয়েছে, যেটা ভালো।💫 আর এই উইকেটে এমনিতেই বড় রান ওঠে’।