বুধবার থুম্বাতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে কেরলের রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডের ম্যাচ চলছে। সেখানেই এক বিরল নজির গড়লেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার জলজ সাক্সেনা। রঞ্জিতে প🎃্রথম ক্রিকেটার হিসেবে একই সঙ্গে ৬ হাজার রান এবং ৪০০ উইকেটের মালিক হলেন তিনি। সাক্সেনা আগের রাউন্ডে কলকাতায় ৬ হাজার রান পেরিয়েছিলেন, বুধবার ইউপির বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার পর রঞ্জি ট্রফিতে ৪০০ উইকেটের মালিক হন তিনি। এদিন প্রথমে টসে জিতে কেরল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই উত্তরপ্রদেশের ব্যাটসম্যানদের উপর চাপ বাড়াতে থাকে কেরল। ৪ উইকেট নিয়ে একাই ইউপির টপ অর্ডারকে ধসিয়ে দেন জলজ।
৩৭ বছর বয়সী সাক্সেনা রঞ্জি ট্রফির ইতিহাসে ১৩ তম বোলার হিসেবে ৪০০ উইকেটের মালিক হলেন এবং তিনিই একমাত্র সক্রিয় ক্রিকেটার যে এই মাইলস্টোন ছুঁলেন। সাক্সেনা ২০০৫ সালে মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন, ২০১৬-১৭ মরশুমে তিনি কেরলে যোগ দিয়েছিলেন। তার আগে পর্যন্ত সাক্সেনা এমপির হয়ে মোট ১৫৯টি উইকেট নিয়েছিলেন এবং ৪০৪১ রান করেছিলেন। এখন তিনি কেরলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটꦉার। কেএন অনন্তপদ্মনাভনের পরেই রয়েছে এই ডান হাতি অফ স্পিনারের নাম। কেরলের হয়ে এখনও পর্যন্ত প্রায় ২ হাজ𝔉ার রান করেছেন তিনি।
ভালো খেলার পরেও বছরের পর বছর ধরে জাতীয় দলের হয়ে ব্রাত্য থেকেছেন জলজ। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে সব ধরণের ফরম্যাট মিলিয়ে তিনি ভিনু মানকড়, মদন লাল এবং পারভেজ রসুলের পরে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৯ হাজার রান এবং ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন। রঞ্জি ট্রফি সার্কিটে জলজ-এর কৃতিত্ব অন্য🧸ান্য অলরাউন্ডারদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, এমনকি কিংবদন্তি বিজয় হাজারে, মদন লাল, সুনীল যোশী এবং অন্যান্যদের কৃতিত্বকে ছাপিয়ে গে𒅌ছেন তিনি।