রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৫-র ম্যাচের পর জসপ্রীꦯত বুমরাহকে দেখা গেল রাজস্থান রয়্যালসের পেসার তুষার দেশপাণ্ডের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে। সেখানে ছিলেন ধ্রুব জুরেল। দুই ক্রিকেটারের সঙ্গেই বুমরাহ কথা 𒅌বলছিলেন,যদিও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন পেসার তুষারকে নিয়েই বেশিক্ষণ কথা বলছিলেন বুমরাহ। বোঝাই যাচ্ছিল তার বোলিংয়ে উন্নতির জন্যই মুম্বইয়ের পেসরা কিছু উপদেশ দিচ্ছিলেন, যাতে চাপের সময় পরিস্থিতি আরও ভালো মোকাবিলা করতে পারেন তিনি।
আইপিএল তো বটেই গোটা বিশ্বের প্রচুর নবাগত এবং তরুণ বোꦑলারের কাছেই বুমরাহ নিদেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ফলে অনেকেই তাঁর থেকে টিপস পেতে মুখিয়ে থাকেন। বিশেষ করে স্লগ ওভারে যেভাবে বুমরাহ পরপর ইয়র্কার দেওয়া, লাইন লেন্থে নিখুঁত থাকেন এবং প্রতিপক্ষ ব্যাটারদেরও পাল্টা চাপের মধ্যে ফেলে দেন, সেটা অনেক বোলারই রপ্ত করার চেষ্টায় থাকেন।
ব্যাটাররা যদি বড় শট খেলেও তাহলেও নিজের মাইন্ডসেট কেমন রাখতে হবে, সেটাই বুমরাহকে বলতে শোনা গেল তুষারের উদ্দেশ্যে। মুম্বইয়ের তারকা পেসার বলছিলেন, ‘আগ্রাসী মানসিকতা একটু রাখতে হবে। আগ্রাসী বলতে সব বলেই যে উইকেট উপড়ে ফেলব তেমনটা নয়। কিন্তু ভালো বল করব, আর আউট করব ব্যাটারকে। চাইলে একটা চার বা একটা ছয় তুই মেরে নে, কত মারবি? তুই মার, কিন্তু এরপর আমি আরও জো🐼রে মারব ’।
তুষার দেশপাণ্ডেকে বুমরাহর এই উপদেশ দেওয়ার কারণ, এবারের আইপিএল রাজস্থান রয়্যালসের এই বোলারের একদমই ভালো যায়নি। গতবার চেন্নাই সুপার কিংসে থাকায় উইকেটের পিছন থেকে ধোনির টিপস পেতেন প্রতিনিয়ত, এবার সেটা না পাওয়াতেই তুষার সত্যিই বরফের মতো ঠান্ডা হয়ে গেছেন আইপিএলে, তাই বুমরাহ তাঁকে আবার শক্তি করার চেষ্টা করছেন, যাতে ২৯ বছর বয়সী এই ক্রিকেটার ফের ছন্দে ফি♍রতে পারেন। এবারের আইপিএলে আট ম্য𝓰াচে মাত্র ৬ উইকেট নিয়েছেন তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে আগেরদিনই আইপিএল থেকে এবারের মতো গুডবাই হয়ে গেছে রাজস্থান রয়্যালসের। ১১ টা ম্যাচের মধ্যে এবারে মাত্র ৩টি ম্যাচে জিতেছে রাজস্থান। এক্ষেত্রে দলের অধিনায়কত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, ম্যানেজমেন্টের কয়েকটা ভুলও আইপিএলে বেকায়দায় ফেলে দিয়েছে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া 🅺এই ফ্র্যাঞ্চাইজিকে। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে তাঁদের ম্যাচ কেকেআরের বিরুদ্ধে।