অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিতে বেশ চনমনে ভারতীয় শিবির। পার্থে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয়েছিল হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডির। এই দুই ক্রিকেটারের খেলায় মুগ🐬্ধ হয়েছেন অস্থায়ী অধিনায়ক জসপ্রীত বুমরাহ, ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন দু’জনকেই। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে তাঁদের মানসিকতা এবং পরিপক্কতা নজর কেড়েছে সকলের। বুমরাহ জানান, তাঁর এই দুই ক্রিকেটারের খেলা দেখে একবারের জন্যও মনে হয়নি প্রথমবার খেলছেন। টেস্টের শুরুর দিন এই দুই ক্রিকেটারের দলে সুযোগ পাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন। কিন্তু দিনের শেষে নিজেদের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তাঁরা।
বুমরাহ বলেন, ‘ওদের যখন অভিষেক হয় তখন সবচেয়ে পজিটিভ দিক ছিল তারা নার্ভাস ছিল না। আমার একবারের জন্যও হর্ষিত এবং নীতীশকে দেখে মনে হয়নি যে এটা ওদের প্রথম টেস্ট বা প্রথম অস্ট্রেলিয়া সফর।’ রানার প্রথম আন্তর্জাতিক উইকেটটি ছিল বেশ মূল্যবান। ট্র্যাভিস হেডকে প্রথম ইনিংসে বোল্ড করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন রানা এবং দ্বিতীয় ইনিংসেও ১টি উইকেট নেন। অন্যদিকে প্রথম ইনিংসে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন নীতীশ কুমার রেড্ডি✅। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৩৮ রানে, বল হাতেও নেন ১টি উইকেট।𒐪
জসপ্রীত বুমরাহ এই দুই ক্রিকেটারের সম্পর্কে আরও বলতে গিয়ে বলেন, ‘আপনি যদি ভয় পেতে থাকেন তাহলে কোনও দিনই তা কাটিয়ে উঠতে পারবেন না। এটা দেখে আমার ভালো লেগেছে যে তারা খুব নির্ভিক এবং সবসময় শেখার আগ্রহ রাখে। শুরুটা খুবই ভালো হয়েছে, আশা করব আগামী দিনেও এরকম ভালো করবে।’ তিনি আরও বলেন, ‘ওরা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিল। আপনি যখন ওদের সঙ্গে কথা বলবেন বিষয়টা বুঝতে পারবেন। এটা একটা ইতিবাচক দিক। যেসব তরুণ খেলোয়াড় উঠে আসছে তারা প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার জন্য ক্ষুধার্ত। তারা নিজেদের ক্ষমতার উপর বিশ্বাসী। আর যখন এরকম কিছু ঘটে তখন তারা আরও দক্ষ হয়ে ওঠে।’ উল্লেখ্য, পার্থ টেস্ট জিতে ভারত ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। প্রথম টেস্টে ২৯৫রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতের পরবর্তী টেস্ট শুরু ৬ ꦆডিসেম্বর থেকে, খেলা হবে⛦ অ্যাডিলেডে।