অফ-স্পিনার জয়ন্ত যাদবের ভেল্কিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের ব্যাটিং অর্ডারের পুরো থরহরিকম্প দশা। রাজকোটে রঞ্জিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হরিয়ানার জয়ন্ত যাদব একাই পাঁ𒊎চ উইকেট নিয়ে সৌরাষ্ট্রের ব্যাটারদের জারজারি শেষ করে দেন। মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র। শুক্রবার ম্যাচের প্রথম দিনই হরিয়ানার হাতে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন জয়ন্ত যাদব।
জয়ন্ত ১৬ ওভার বল করে ৪২ রান দিয়ে ৫ উইকেট তুলে দেন। তিনি মূলত সৌরাষ্ট্রের ꦓমিডল এবং লোয়ার অর্ডারকে ধ্বংস করে দেন। সেই সঙ্গে হরিয়ানার আর এক বোলার সুমিত কুমার সৌরাষ্ট্রের প্রথম তিন ব্যাটারকে ফিরিয়ে শুরুতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উপর চাপ তৈরি করেছিলেন।
সৌরাষ্ট্রের সিনিয়র 🍷অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা, যিনি আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, এদিন ১০০ বলে ৪৯ রান করে আউট হন। এটাই সৌরাষ্ট্রের ব্যাটারদের মধ্যে করা সর্বোচ্চ স্কোর। হর𓄧িয়ানার বোলারদের দাপটে সৌরাষ্ট্র মাত্র ৫৫ ওভারেই গুটিয়ে যায়। ১৫০ রানও তারা করতে পারেনি।
আরও পড়ুন: প্রথম দুই টেস্টে ইশানের বদলে ঋদ্ধি নন, আস্থা জু🐷রেলে, বাদ প্রসিধ, আনফিট শামির জায়গায় আবেশ
পূজারার ৪৯ ছাড়া ২৯ করে রান করেছেন প্রেরক💎 মানকড় এবং চিরাগ জনি। বাকিদের অবস্থা তথৈবচ। হার্ভিক দেশাই (১৫) এবং অর্পিত ভাসাভাদা (১২) তাও কোনও মতে দুই অঙ্কের ঘরে পৌঁছেছিলেন। বাকিরা তো এক অঙ্কেই গড়াগড♑়ি খান। হরিয়ানার জয়ন্তর ৫ উইকেট ছাড়া, তিন উইকেট নেন সুমিত। একটি করে উইকেট নেন আংশুল কম্বোজ এবং নিশান্ত সিন্ধু।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে খেলার দ্রাবিড়ের পরামর্শে কর্ণপাত না𓃲 করে, ধ্যানে মগ্ন ইশান-ভিডিয়ো
জবাবে হরিয়ানা ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেটে ১২২ রান করে ফেলে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। অঙ্কিত কুমার এবং হিমাংশু রানা মিলে দলের হাল ধরেছেন। দলের ৩৫ রানের মাথায় অবশ্য প্রথম উইকেট হারিয়ে বসেছিল হরিয়ানা। ১১ করে আউট হয়ে গিয়েছিলেন বেদান্ত ভরদ্বাজ। এর পর দ্বিতীয় উইকেটে অঙ্কিত এবং হিমাংশু মিলে হাল ধরেন। তাঁরা ৮৭ রানের পার্টনারশিপও করে ফেলেছেন। ৬৮ করে অপরাজিত রয়েছেন অঙ🥂্কিত। হিমাংশুর সংগ্রহ অপরাজিত ৩৮ রান। আপাতত ২৩ রানে পিছিয়ে রয়েছে হরিয়ানা। তবে শনিবার সকালে অসম্ভব কোনও অঘটন না ঘটলে, সৌরাষ্ট্রের স্কোর সহজেই তারা টপকে যাবে।
বিরাটের ১০৮ রানের সুবাদে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৫ উইকেটে ২৯২ করে ফেলেছে ঝাড়খণ্ড
পুনেতে ‘এ’ গ্রুপের ম্যাচে ঝাড়খণ্ডের অধিনায়ক বিরাট সিং মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম দিনই ১৭১ বলে ১০৮ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছেন। আটটি চার এবং তিনটি ছক্কাতে সাজানো তাঁর এই ইনিংস। বিরাটের ইনিংসের হাত ধরে ঝাড়খন্ড প্রথম দিনের শেষে ৮৯ ওভ𓃲ারে ৫ উইকেট হারিয়ে ২৯২ রান করে ফেলেছে। এছাড়াও কুমার সুরজ ১৫৬ বলে ৮৩ রানের নির্ভরযোগ্য একটি ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার এবং একটি ছক্কা। ঝাড়খণ্ডের উইকেট ফেলতে♊ মহারাষ্ট্রের বোলারদের বেশ বেগ পেতে হয়েছে। শুক্রবার দিনের খেলা শেষে হিতেশ ওয়ালুঞ্জ তিনটি এবং আশয় পালকার দু'টি উইকেট নিয়েছেন।