𒅌 চলতি উইমেন্স বিগ ব্যাশ লিগে নিজের প্রথম ম্যাচেই ৭টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন জেমিমা রডরিগেজ। তবে সেই ম্যাচে তাঁর দল ব্রিসবেন হিটকে হারের মুখ দেখতে হয় হবার্ট হ্যারিকেনসের কাছে। মাঝে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬১ রান করে ব্রিসবেনকে জেতান জেমিমা। এবার ফের দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ভারতীয় তারকা। যদিও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার ছিনিয়ে নেন অন্য কেউ।
𒁏রবিবার সিডনিতে মেয়েদের বিগ ব্যাশ লিগের ৩০তম ম্যাচে সম্মুখমরে নামে মেলবোর্ন স্টার্স ও ব্রিসবেন হিট। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মেলবোর্ন। তারা নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রান তুলে অল-আউট হয়ে যায়। ১৮ বলে ২১ রান করেন ক্যাপ্টেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
ꦗ২০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন কিম গার্থ। তিনিও ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২০ রান করেন রিস ম্যাককেনা। ২টি ছক্কার সাহায্য়ে ১১ বলে ১৫ রান করেন মাইসি গিবসন। যস্তিকা ভাটিয়া ৮, মেগ ল্যানিং ১৩, মারিজান কাপ ৯, টেস ফ্লিন্টফ ৭ ও দীপ্তি শর্মা ৬ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন।
𓄧ব্রিসবেনের হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৮ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন লুসি হ্যামিল্টন। ৪ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট নেন শিখা পান্ডে। গ্রেস পার্সন্স ২৮ রানে ১টি উইকেট পকেটে পোরেন।
ဣজবাবে ব্যাট করতে নেমে ব্রিসবেন হিট ১৭.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৯ তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ব্রিসবেন। ৩১ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন জেমিমা রডরিগেজ। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন।
𒈔৩৬ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন চার্লি নট। তিনি ৪টি চার মারেন। জর্জিয়া রেডমাইন ১৯, লরা হ্যারিস ১০ ও জেস জোনাসেন ১০ রানের যোগদান রাখেন। মেলবোর্নের হয়ে ১টি করে উইকেট নেন কিম গার্থ, টেস ফ্লিন্টফ ও অ্যানাবেল সাদারল্যান্ড। দীপ্তি শর্মা ১.৩ ওভারে ১৩ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
🎀মেলবোর্ন স্টার্স বনাম ব্রিসবেন হিট ম্যাচে চার ভারতীয় তারকার পারফর্ম্যান্স
🦄১. যস্তিকা ভাটিয়া (মেলবোর্ন)- ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৮ রান।
🍷২. দীপ্তি শর্মা (মেলবোর্ন)- ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৬ রান। ১.৩ ওভারে ১৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
🐎৩. জেমিমা রডরিগেজ (ব্রিসবেন)- ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৫ রান।
𓂃৪. শিখা পান্ডে (ব্রিসবেন)- ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট ও ১টি ক্যাচ।