দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পরে ভারতের সাজঘরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যে কাণ্ড ঘটালে☂ন, বলাই যায় যে, কহি পে নিগাহে, কহি পে নিশানা। সিরিজের সেরা🌊 ফিল্ডারের পুরস্কার ঘোষণার সময় টিম ইন্ডিয়ার টি-২০ ক্যাপ্টেন রসিকতা করেন নিজস্ব ভঙ্গিতে।
সূর্যকুমার🉐 অভিনন্দন জান✤ানোর ছলে করমর্দন করেন একজনের সঙ্গে। সবাই যখন ভাবছেন যে, সূর্য যে ক্রিকেটারের সঙ্গে হ্যান্ডশেক করেন, তিনিই হলেই বিজয়ী, ঠিক তখনই দেখা যায় টুইস্ট। কারণ, সূর্য সিরিজের সেরা ফিল্ডার হিসেবে ঘোষণা করেন অন্য এক ক্রিকেটারের নাম। ভারতের সাজঘর জুড়ে তখন হর্ষ-উল্লাসের ছবি।
জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় দল শুধু ব্য়াটিং-বোলাংই নয়, বরং ফিল্ডিংও করেন দুর্দান্ত। ম্যাচের সেরা ফিল্ডারের ক্ষেত্♎রে ভারতের অস্থায়ী ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ মনোনীত করেন সঞ্জু স্যামসন, রবি বিষ্ণোই ও সূর্যকুমার যাদবকে। শেষমেশ অনবদ্য ক্যাচের জন্য সিরিজের শেষ ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার জিতে নেন রবি বিষ্ণোই। ফিস্ট-পাম্পে সেলিব্রেশন সারার পরে বিষ্ণোই মেডেল পরেন ফিল্ডিং কোচের হাত থেকে।
ঠিক তার পরেই আসে সিরিজের সেরা ফিল্ডারের নাম🐟 ঘোষণার পালা। এক্ষেত্রে ভারতের ফিল্ডিং কোচ মনোনীত করেন তিনজনকে। তিলক বর্মা, সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবের নাম নেন তিনি। শুভদীপ ক্যাপ্টেন সূর্যকে অনুরোধ করেন তাঁর পাশে রাখা তোয়ালের নীচ থেকে বিজয়ী ফিল্ডারের নাম লেখা চিরকুট বের করতে এবং সেই নাম ঘোষণা করতে।
সূর্যকুমার চিরকুট খুলে দেখে নেন তাতে কার নাম লেখা রয়েছে। তিনি সরাসরি হেঁটে যান সঞ্জু স্যামসনের দিকে এবং হাত মেলান তাঁর সঙ্গে। তাই সবার মনে হয় যে, সঞ্জুই হয়তো জিতেছেন ইমপ্যাক্ট ফিল্ডার মেডেল। তবে সঞ্জুর সঙ্গে করমর্দꦏনের পরে সূর্য জানান যে, সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন তিলক বর্মা। সবাই তখন একযোগে হেসে ওঠেন এ𝄹বং তিলককে করতালিতে অভিনন্দন জানান।
তিলকের গলায় সিরিজের সেরা ফিল্ডারের মেডেল পরিয়ে দেন অস্থায়ী হেড কোচ ভিভিএস লক্ষ্মণ। মেডেল গলায় পরার পরে তিলকের মুখে শোনা যা📖য় রিঙ্কু সিংয়ের বিখ্যাত সংলাপ। তিনি বলেন, ‘আমি শুধু রিঙ্কুর মতো একটা কথাই বলতে চাই, গডস প্ল্যান।’