লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে সস্তায় গুটিয়ে দেওয়ার সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ধনঞ্জয়া ডি'সিলভারা। জো রুট একপ্রান্ত দিয়ে ঢাল হয়ে প্রতিরোধ গড়েꦗন। রুটের শতরান ইংল্যান্ডকে বড় রানের ভিতে বসিয়ে দেয়। তবে প্রথম দিনে ম্যাচের রাশ ব্রিটিশদের হাতে এনে দেন নবাগত পেসার গাস অ্যাটকিনসন। ব্যাজবল স্টাইলে মারকাটারি হাফ-সেঞ্চুরি করে শ্রীল⭕ঙ্কার যাবতীয় প্রয়াসে জল ঢেলে দেন তিনি।
লর্ডসে টসভাগ্য সঙ্গ দেয় শ্রীলঙ্কাকে। তারা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় হোমটিম ইংল্যান্ডকে। ব্রিটিশরা প্র🔯থম দিনে ৮৮ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৩৫৮ রান সংগ্রহ করে। অথচ একসময় ২১৬ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড।
ওপেন করতে নেমে ড্যান লরেন্স ২২ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। তিনি ২টি চার মারেন। অপর ওপেনার বেন ডাকেট ৪৭ বলে ৪০ রান করেন। তিনি ৪টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ওলি পোপ ১০ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। চা✱র নম্বরে ব্যাট করতে নেমে জো রুট ১৩টি বাউন্ডারির সাহায্যে ১৬২ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে।
রুট শেষমেশ ২০৬ বলে ১৪৩ রান করে আউট হন। তিনি ১৮টি চার মারেন। জো 🔜রুট টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি শতরান করার যুগ্ম রেকর্ড গড়েন। এটি তাঁর টেস্ট কেরিয়🌳ারের ৩৩ নম্বর সেঞ্চুরি। রুটের আগে অ্যালেস্টার কুক টেস্টে ৩৩টি সেঞ্চুরি করেন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুক ৪৫ বলে ৩৩ রান করেন। তিনি ৫টি চার মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে উইকেটকিপার জেমি স্মিথ ৫৭ বলে ২১ রান করে প্যাভিলিয়⛦নে ফেরেন। তিনি ৪টি চার মারেন। ক্রিস ওকস ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৬ 😼রান করে আউট হন।
গাস🌄 অ্যাটকিনসন♐ ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি দিনের শেষে ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। মারেন ৫টি চার ও ৪টি ছক্কা। ৩৩ বলে ২০ রান করে নট-আউট থাকেন ম্যাথিউ পটস। তিনি ৪টি চার মারেন।
শ্রীলঙ্কার হয়ে প্রথম দিনে ৭৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন⛄ লাহিরু♍ কুমারা। ৮০ রানে ২টি উইকেট নেন মিলান রত্নায়কে। ৮৪ রানে ২টি উইকেট নেন অসিথা ফার্নান্ডো। ৮১ রানে ১টি উইকেট নেন প্রবথ জয়সূর্য। উইকেট পাননি কামিন্দু মেন্ডিস।