ভারতের হয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে। তবু গত আইপিএল নিলামে ঘরোয়া ক্রিকেটার হিসেবে ৩০ লক্ষ টাকা🔜 বেস প্রাইস ছিল করুণ নায়ারের। কেননা তিনি শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন ২০১৭ সালে। অর্থাৎ, দীর্ঘ ৭ বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে দূরে রয়েছেন নায়ার।
যদিও জাতীয় দলে ফেরার চেষ্টায় কসুর করছেন না করুণ। ৩২ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে যে রকম আগ্রাসন দেখাচ্ছেন কর্ণাটক ছেড়ে বিদর্ভে যোগ দেওয়া নায়ার, তাতে আইপিএল নিলামে দল পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন না। যদিও বেশি টাকা পাননি, ৩০ লক্ষ টাকার বেস প্রা🤡ইসেই নায়ারকে নিলাম থেকে দলে নেয় দিল্লি।
ফার্স্ট ক্লাস ক্রিকেটে নায়ার বরাবর ধারাবাহিক। তবে গত মহারাজা টি-২০ ট্রফিতে ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালান নায়ার, তাতেই ইঙ্গিত মিলেছিল যে, আইপিএল নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখাতে পারে ফ্র্যাঞ্চাইজিরা। টুর্নামেন্টের ১২টি ইনিংসে ১৮১.২২ স্ট্র🉐াইক-রেটে সব থেকে বেশি ৫৮০ রান সংগ্রহ করেন নায়ার। সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখেন এবারের সৈয়দ মুস্তাক ট্রফিতেও।
করুণ ওড়িশার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ৭৭ রানের আগ্রাসী ইꦬনিংস খেলে আউট হন। চণ্ডীগড়ের বিরুদ্ধে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এবার পুদুচেরির বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ফের ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন করুণ নায়ার। বিদর্ভকে জয় এনে দিয়ে ফের ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি।
বুধবার মুস্তাক আলির ডি-গ্রুপের ম্যাচে পুদুচেরিকে ৪৫ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে বিদর্ভ। শুরুতে ব্যাট করে পুদুচেরি ১৯.৪ ওভারে ১৩৬ রানে অল-আউট হয়ে যায়। ৩৬ বলে ৪০ রান করেন অঙ্কিত শর্মা। তিনি ৪🎐টি চার ও ১টি ছক্কা মারেন। ২৭ বলে ৩০ রান করেন অরুণ কার্তিক। তিনি ২টি চার ও ২টি ছক🦄্কা মারেন। দর্শন নালকাণ্ডে বিদর্ভের হয়ে ৩টি উইকেট দখল করেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি করুণ নায়ারের
পালটা ব্যাট করতে নেমে বিদর্ভ মাত্র ১২.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩🎉২ বলে ৬৫ রানের আগ্রাসী ইনিংস খেলে রান-আউট হন করুণ নায়ার। তিনি ৬টি চার ও ৫টি ছক্কা মারেন। করুণ মাত্র ২৪ বলে ব্🅰যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
এছাড়া ৩৫ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন অথর্ব টাইডে। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। পঞ্জাব ছেড়ে বিদর্ভকে নেতৃত্ব দিতে নামা জিতেশ শর্মা ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫ বলে ২০ রান করে আউট হন। অর্থাৎ, আউট হওয়ার আগের চারটি বলকেই বাউন্ডারির বাইরে পাঠান তিনি। উল্লেখ্য, জিতেশকে এবার ১১ কোটি 🙈টাকার বিশাল অঙ্কে দলে নেয় আরসিবি।