কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় আইপিএল জিততে মুখ্য ভূমিকা নিয়েছেন বোলাররা। যে বোলাররা পঞ্জাবের বিপক্ষে লজ্জাজনক বোলিং করেছিলেন, স🍎েই রাসেল, স্টার্করাই কোয়ালিফায়ার এবং ফাইনালে নাইটদের চালকের আসনে বসিয়ে দেন বোলিংয়ের সৌজন্যে। ট্রফি জয়ের পর পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, আইপিএলে নাইটদের জয়ের অন্যতম কারণ বোলিং ইউনিটের দলগত পারফরমেন্স। পার্পেল ক্যাপের তালিকায় ২১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন বরুণ চক্রবর্তী। ১৯ উইকেট নিয়ে পঞ্চম স্থানে ২২ বছর বয়সী হর্ষিত রানা। ১৯ উইকেট নিয়ে তালিকায় ৮ নম্বরে আন্দ্রে রাসেল। ১৭ উইকেট নিয়ে একাদশতম স্থানে রয়েছেন নাইটদের সুনীল নারিন। ১৭ উইকেট নিয়ে তালিকায় ১৫ নম্বরে রয়েছে কেকেআরের হয়ে সেমিফাইনাল এবং ফাইনালে দুরন্ত স্পেল করা অজি তারকা মিচেল স্টার্ক। ১০ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন বৈভব অরোরাও। এই দেখেই তাঁদের প্রশংসায় ভরালেন বোলিং কোচ ভরত অরুণ।
আরও পড়ুন-‘রোহিতদের কোচ হওয়ার সময় নেই’, আইপ🦂িএলের মো🃏হে ভারতের কোচ হতে চাননা প্রাক্তন তারকা
নাইটদের বোলিং কোচ আইপিএল জয়ের পর বলছেন, 🌌‘ গত দুবছর বেশ কঠিন গেছে, বিষয়টা অনেকটা টাচ অ্যান্ড গোর মতো। সামান্য সামান্য কারণে খেলার ফলাফলে প্রভাব পড়েছে। আমরা নিজেরাই নিজেদের ভুল ত্রুটিগুলো পর্যালোচনা করার চেষ্টা করেছি, আত্মপর্যালোচনা যাকে বলে। কোন দিক গুলোয় বাড়তি নজর দেওয়া উচিত সেগুলো চিহ্নিত করেছি, যাতে গুরুত্বপূর্ণ সময় সেই ভুলগুলো আর না হয়। সুনীল তো ব্যাটিংয়েও একটা নতুন মাত্রা এনে দিয়েছে। গৌতম গম্ভীর এসেই সানিকে দিয়ে ওপেন করানোর জন্য বাধ্য করেছিল, আর সেই সিদ্ধꦿান্ত সঠিক ছিল বলেই নাইট রাইডার্স এত ভালো পারফরমেন্স করেছে। এটা আমাদের খুব আনন্দের মূহূর্ত,এখব শুধুই এটা উপভোগ করতে চাই’।
আরও পড়ুন-IPL 2024-টসের সময় অবা🐷ক কাণ্ড, এক পಞাক ঘুরে নিলেন শ্রেয়স আইয়ার, তাজ্জব নেটদুনিয়া, ভিডিয়ো
বোলারদের ব্যাপক প্রশংসা করে অরুণ বলেন, ‘হর্ষিত রানা এবারেꦏ দুর্দান্ত বোলিং করেছে। নিজের শক্তির দিকগুলো বোঝাটা খুব জরুরি হয়, আর সেদিকে নজরও দিতে হয়। হর্ষিত যখন সেখানে মনোনিবেশ করেছে, ফলাফল ভালো এসেছে, আর স্টার্কের দলে যোগ দেওয়া আমাদের যুব ক্রিকেটারদের মধ্যে ব্যাপক আত্মবিশ্বাস দিয়েছিল। মিচেল স্টার্ক বর্তমানে সেরা বোলারদের অন্যতম। টি২০ ফরম্যাটে ও নিজের শক্তির দিকগুলো একবার বুঝে নেওয়ার পর, আইপিএলে আর ওকে পিছনের দিকে তাকাতে হয়নি। অভিজ্ঞতার দিকে থেকে স্পিনাররাও ভালো জায়গায় ছিল, নারিন আর বরুণ সেই কারণে অসাধারণ পারফরমেন্স করেছে’।
আরও পড়ুন-সুনীলের বিদায়ী ম্যাচের জন্য বিশেষ পরিক𒀰ল্পনা, অনুমতির অপেক্ষায় বঙ্গ ফ✤ুটবল সংস্থা
আইপিএল ২০২৪-এ পার্পেল ক্যাপের তালিকায় প্রথম ২০জনের মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সেরই๊ ৫ ক্রিকেটার। ব্যাটিংয়ে নারিন, সল্টদের পাশাপাশি♌ বল হাতে রানা, বরুণদের দুরন্ত ছন্দ কলকাতাকে দশ বছর পর আইপিএল ট্রফি এনে দিল। যদিও আগামী বছর মেগা অকশন থাকায় এত পারফর্মারের মধ্যে থেকে কতজনকে দলে নিতে পারবে নাইটরা, এখন থেকেই সেই চিন্তা শুরু হয়ে গেছে গম্ভীরের।