২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে ৩বার আইপিএলে পরাস্ত 🌺করেছেন শ্রেয়সও আইয়ার, সুনীল নারিনরা। অনেকদিন পর আইপিএলের শুরু থেকেই চ্যাম্পিয়নের মতো খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনে যেন দলের ক্রিকেটারদের মধ্যে অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দিয়েছিল। প্রথমবার কাপ জয়ের স্বাদ পেয়েছেন অধিকাংশ ক্রিকেটার। কিন্তু আইপিএল জিতেও শান্তি নেই শাহরুখ খানের দলের। কারণ আগামী বছর রয়েছে মিলিয়ন ডলার এই ক্রিকেট লিগের মেগা অকশন। সেই নিলামে প্রায় সব তারকারই নাম ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু এবারের আইপিএল জয়ী দলের অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিতে হলে তো, দল আবার নতুন করে তৈরি করতে হবে নাইটদের যা নিয়ে বেজায় চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। কারণ বল হাতে হোক ব্যাট হাতে, এবারের আইপিএলে নাইটদের প্রায় প্রত্যেক ক্রিকেটারই নিজের ছাপ রাখার চেষ্টা করেছেন। এরই মধ্যে নতুন ভাবনা নিয়ে এলেন নাইট সিইও ভেঙ্কি মাইসোর।
আরও পড়ুন-সাদা সিধে ছেলের পেটে এত কিছু...🀅খেতে বসে গম্ভীরকে গার🍷্লফ্রেন্ডের কথা বলেছিলেন কেন নারিন?
ক্রিকেটারদের ছাড়তেই হবে দলগুলিকে তা এক প্রকার নিশ্চিত। হয়ত একজন বা দুজন ক্রিকেটারকে ধরে রাখা যেতে পারে, যদিও সেই বিষয় বি♑সিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্তের দ🅰িকেই তাকিয়ে থাকতে হচ্ছে আইপিএলের দলগুলিকে । কিন্তু নাইটরা বিপাকে পড়েছেন, কারণ হর্ষিত রানা, বৈভব অরোরার মতো আনকোরা বোলারদের তুলে এনে দল এত ভালো পারফরমেন্স করার পর তাঁদের রিটেন করার সুযোগ যদি না পাওয়া যায়, তাহলে তো বিশাল ক্ষতি হবে। কারণ অধিনায়ক শ্রেয়স আইয়ার, সুনীল নারিনদেরও দলে রাখতে চায় কলকাতা।
আরও পড়ুন-ভিডিয়ো-বিশ্বকাপের ম্যাচে নামার আগে নার্ভা❀স ছিলেন কোহলি… কোন ম্যাচের কথা বললেন বিরাট!
এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর দিলেন নতুন এক প্রস্তাব। তার মত অনুযায়ী দলের ক্রিকেটারদের জন্য রিটেনশন পলিসি তুলে দিয়ে বরং ৮টি আরটিএম দেওয়া হোক প্রত্যেক দলকে। অর্থাৎ সর্বোচ্চ দাম ক্রিকেটারদের ওঠার পর, তাঁর পুরোনো দল যদি চায় সেই ক্রিকেটারকে সর্বোচ্চ দামে দলে নিতে পারে। এক্ষেত্রে সে𝓀ই ক্রিকেটারও তাঁর প্রাপ্য দাম থেকে বঞ্চিত হবে না, আবার পুরোনো দলও তাঁকে চাইলে ফের দলে নিয়ে কম্বিনেশন ধরে রাখতে পারবে। যদিও ভেঙ্কির এই এই ভাবনা বিসিসিআই গ্রহণ করবে কিনা, সেদিকেই নজর থাকবে।
Indian Cricket Team-কোচ সাবধান🌱ে বাছা উচিত....হঠাৎ পোস্ট সৌরভের, নিশানা নিয়ে তুঙ্গে জল্পনা
ভেঙ্কি মাইসোরের দেওয়া ৮টি ম্যাচ কার্ড অর্থাৎ আরটিএমের কারণও রয়েছে। এবারে আইপিএলে নাইট রাইডার্সের সাফল্যের অন্যতম কারণ ৮-৯জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন জোড়া ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন। অধিনায়ক শ্রেয়স আইয়ার। মিডল অর্ডারে রিঙ্কু স🎀িং, আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ার। বোলিংয়ের বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। এছাড়া বৈভব অরোরাও ভালো বোলিং করেছিলেন, ফলে কোর টিম ধরে রাখতেই যে এই ভাবনার কথা বললেন নাইট রাইডার্সের সিইও, তা বলাই বাহুল্য।