বিগত কয়েক বছর ধরেই কানাডায় খলিস্তানিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এতদিন ধরে কানাডার মাটি থেকে তারা ভারতের বিরুদ্ধে স্লোগান তুলত। আর এবার কানাডায় দাঁড়িয়ে কানাডিয়ান শ্বেতাঙ্গদের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠল কট্টরপন্থী শিখদের বিরুদ্ধে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কানাডিয়ান শ্বেতাঙ্গদের 'দখলদার' আখ্যা দিয়ে তাদের 'ইংল্যান্ড ও ইউরোপে ফিরে যেতে' বলছে খলিস্তানি বিক্ষোভকারীরা। এই ঘটনাটি ঘটেছে সারে-তে। (আরও পড়ুন: দেশের বৃহত্তম... তৈরি হচ্ছে নয়া প্ল্যান্ট, একসঙ্গে ৫০০০ কোটির বিনিয়োগ💫 এই বাংলায়)
আরও পড়ুন: দিল্লꦺিতে বসে হাসিনা… ঘুম উড়ে যাচ্ছে ইউনুস সরকারের! কী ব🤪লছে বাংলাদেশ?
আরও পড়ুন: চট্টগ্রা🐼ম পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক ভারতের ইসকন, বার্তা সোজা মোদীকে
এদিকে সাম্প্রতিক সময়ে ফের কানাডার হিন্দু মন্দিরে হামলার হুমকি দিয়েছে খলিস্তানিরা। এই আবহে মন্দিরে অনুষ্ঠিত হতে চলা ভারতীয় কনস্যুলেটের ক্যাম্প বাতিল করে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ব্র্যাম্পটনের ত্রিবেণী মন্দিরে বসার কথা ছিল এই ক্যাম্প। উল্লেখ্য, সম্প্রতি খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের একটি হুমকি বার্তা ভাইরা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অযোধ্যার রামমন্দির সহ কানাডার দুই হিন্দু মন্দিরে হামলার হুমকি দিতে শোনা গিয়েছে পান্নুনকে। প্রসঙ্গত, এর আগেও খলিস্তানিদের হুমকির জেরে ভারতীয় কমস্যুলেটের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছিল কানাডার মন্দিরে। (আরও পড়ুন: প্রেসিডেন্ট ট্রাম্প পাবেন ৪ লাখ ডলার, তাঁর সরকারে পদ প﷽াওয়া মাস্ক-বিবেকের বেꦬতন কত)
আরও পড়ুন: 'যখন সপ্তাহে কর্মদিবস ৬ থেকে কমিয়ে ৫ দি♔ন করা হল...', ফের বিস্ফোরক নারায়ণ মূর্তি
সম্প্রতি নিষিদ্ধ গোষ্ঠী 'শিখস ফর জাস্টিস'-এর প্রধান দাবি করেন, আগামী ১৬ এবং ১৭ নভেম্বর অযোধ্যার রামমন্দির এবং অন্যান্য আরও বেশ কয়েকটি হিন্দু মন্দিরের 'ভিত নাড়িয়ে দেওয়া হবে'। এদিকে কানাডার হিন্দু সাংসদ চন্দ্র আর্য্যকে উদ্দেশ্য করেও হুমকি দিয়েছেন পান্নুন। পান্নুন বলেন, 'ভারতীয় কূটনীতিকদের জন্যে পরবর্তী চ্যালেঞ্জ হবে: ১৬ নভেম্বর মিসিসাউগার কালিবাড়ি মন্দির এবং ১৭ নভেম্বর ব্র্যাম্পটনের ত্রিবেণী মন্দির।' এর আগে খলিস্তানি হুমকির প্রতিবাদে ভারত সরকারের তরফ থেকে অভিযোগ জানানো হলে তা কার্যত 'উপেক্ষা' করেছে ট্রুডোর সরকার। 'বাকস্বাধীনতার' আছিলায় খলিস্তানিদের প্ররোচণামূলক বক্তব্যে বাধা দেওয়া হয়নি। এবারও ট্রুডোর সরকার পান্নুনের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। (আরও পড়ুন: 'বাংলাদেশে♏ ইসকনকে নিষিদ্ধ না করলে হত্যাযজ্ঞ চলবে', চরম হুঁশিয়ারি ইℱউনুসকে)
আরও পড়ুন: গুরু নানক জয়ন্তীতে আজ কি সরকারি ছুটি? ১🐼৬ নভেম্বরও কি বাংলায় 🃏বন্ধ থাকবে ব্যাঙ্ক?
এর কয়েকদিন আগে দিওয়ালির আবহে ব্র্যাম্পটনের হিন্দু সভার মন্দিরে এই ধরনেরই একটি ক্যাম্পের আয়োজন করেছিল ভারতীয় দূতাবাস। এই আবহে সেখানে হামালা চালিয়েছিল খলিস্তানিরা। এরপর কানাডার প্রশাসন ভারতীয় দূতাবাসকে জানায়, তারা এই ধরনের ক্যাম্পে ন্যূনতম নিরাপত্তাও দিতেও পারবে না। এই আবহে ভারতীয় দূতাবাস এর আগেও পূর্বনির্ধারিত ক্যাম্পগুলি বাতিল করেছে। আর এবার পান্নুনের হুমকির আবহে ফের এই ক্যাম্প বাতিল করা হল। উল্লেখ্য, এই ক্যাম্পগুলি থেকে প্রবাসী ভারতীয় বা ভারতী𓆉য় বংশোদ্ভূত কানাডাবাসীদের লাইফ সার্টিফিকেট দিয়ে থাকে ভারতীয় দূতাবাস।