আসন্ন আইপিএল ২০২৪-এর নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। সেই তালিকায় রয়েছেন শার্দুল ঠাকুর, উমেশ যাদব, টিম সাউদি সহ লকি ফার্গুসনের মতো নাম। এরপরেই উঠছে বড় প্রশ্ন। কলকাতা ধরে রেখেছে শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুয়েশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের। বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হয়েছে রহমনুল্লা গুরবাজ, জেসন🔯 রয়, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে। এরপরেই প্রশ্নটা আরও জোড়ালඣ হয়েছে। পেস বোলিং-এ কেন তারা কোনও অভিজ্ঞ ক্রিকেটারকে ধরে রাখল না।
কী বলেছেন হর্ষ ভোগলে?
ফলে মনে করা হচ্ছে আসন্ন আইপিএল-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স ভালো পেস বোলারের দিকে ঝাঁপাতে পারে। এই কথাটাই তুলে ধরেছেন, ক্রিকেট বিশেষজ্ঞ তথা ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কথা বলার সময়ে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘তাদের পরিকল্পনাটা পরিষ্কꦺার হয়েগিয়েছে। কলকাতা নাইট রাইডার্স রানা এবং অরোরার মতো দুটি প্রতিশ্রুতিশীল দ্রুতগতির বোলারের সঙ্গে গিয়েছেন, তবে এবার তাদের কিছু অভিজ্ঞ ফাস্ট বোলার দরকার। শ্রেয়স ফিরে আসায় ব্যাটিংটা বেশ ভালোই দেখাচ্ছে। একজন ভারতীয় কিপারের দরকার রয়েছে।’
আসন্ন আইপিএল নিলামে যে কলকাতা নাইট রাইডার্স তাদের ব্যাটিং শক্তির থেকে বোলিংকে আরও শক্তিশালী করতে চাইবে তা পরিষ্কার হয়েগিয়েছে। তবে নারায়ণ জগদীশানকে ছেড়ে দেওয়ার ফলে তাদের একজন উইকেটরক্ষকের যে প্রয়োজ✨ন সেটাও স্পষ্ট। তবু ব্যাটিং ইউনিটকে কলকাতা নাইট রাইডার্স ধরে রেখেছে।
দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারকে KKR ছেড়ে দিল-
স্কোয়াডের মোট ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলল KKR। বাদ পড়লেন শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ওয়াইজ, নারায়ণ জগদীশান, মনদীপ সিং, কুলবন্ত ��খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও﷽ জনসন চার্লস।
কাদের ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স-
শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুয়েশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মত⛦ো ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের মধ্যে রহমনউল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে তারা ধরে রেখেছে।