আইপিএলে প্রত্যেক ম্যাচ♕েই কার্যত বিধ্বস্ত অবস্থা হচ্ছে বোলারদের। কলকাতায় ইডেন গার্ডেন্স ২৬১ রান তুলেও সেই রান ডিফেন্ড করতে পারেননি কেকেআর বোলাররা। স্বাভাবিকভাবেই অনেক জায়গায় তাঁদে✨র মুণ্ডপাত করা হচ্ছে। যদিও বোলাররা বারবারই দাবি করে আসছেন, যে ফ্ল্যাট পিচে রান আটকানো যায় না। কারণ ব্যাটাররা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে। এরই মধ্যে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মে জেরে বোলারদের অবস্থা আরও করুণ হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বোলাদের শাসন করে শুক্রবার জনি বেয়ারস্টো এবং শশাঙ্ক সিং কার্যত দাঁড়াতেই দেননি। ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো মাত্র ৪৮ বলে ১০৮ রান করেন। এদিকে শশাঙ্ক করেন ২৮ বলে ৬৮ রান।
আরও পড়ুন-IPLꦐ 2024-একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে
সুনীল নারিনই একমাত্র যিনি এই ম্য𒀰াচে কেকেআরের হয়ে সব বিভাগে নজর কেড়েছেন, বাকিরা ব্যর্থই বলা যায়। ব্যাট হাতে ৭১ রানের পর বল হাতে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে এক উইকেট তুলে নেন নারিন। স্যাম কারানকে রান আউটও করেন নারিন। ক্যারিবিয়ান স্পিনার সফল হলেও দলের বাকি বোলাররা ব্যর্থ। এই অবস্থায় দলকে ঘুরে দাঁড়াতে গেলে নতুন কিছু করে দেখাতে হবে বলেই মনে করছেন নাইট রাইডার্সের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।
আরও পড়ুন-বয়স বাড়ছে, তরুণদ🌟ের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা𝓡 যুবরাজের
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে কলকাতার সহকারী কোচ রায়ান বলেন, ‘ আজ থেকে দশ বছর আগের সঙ্গে এখনকার ক্রিকেটে অনেক পার্থক্য রয়েছে। তখন🐲 ১৬০-এর ওপর রান তুললেই আমরা নিশ্চিন্ত হয়ে যেতাম। কিন্তু এখন ১৩ ওভারের মধ্যেই ১৬০ রান উঠে যাচ্ছে। এখন বোলিংয়ের ক্ষেত্রে অ্যান্টি স্কিল টেকনিক আনতে হবে। শর্ট ওয়াইড বল অনেকক্ষেত্রেই বোলারদের সাꦚহায্য করছে। কারণ ব্যাটারদের সরে গিয়ে খেলতে হচ্ছে, এরপর একটা সোজা বল করলে তাতে ব্যাটাররা একটু সমস্যায় পড়ছে। শুধু ব্যাটিং পিচ নিয়ে অভিযোগ করলেই চলবে না, অভিনব কায়দা রপ্ত করতে হবে, তাঁদের আউট করার জন্য’।
আরও পড়ুন-IPL 2024- গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলে𝔍র ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুল𓃲ল কেকেআর
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জেতা রায়ান বলতে 🐲চেয়েছেন, স্যাম কারান যে পদ্ধতিতে ফিল সল্টকে আউট করেছিল, একইভাবে ব্যাটারদের সমস্যা তৈরি করতে হবে।꧋ ফিল সল্ট পঞ্জাবের বিপক্ষে ৭৫ রান করে স্যাম কারানের বলে আউট হন। তাঁকে পরপর অফ সাইডে বল দিতে দিতে হঠাৎই একটি বল সোজা স্টাম্পে করেন। তাঁতেই আউট হন সল্ট। অবশ্য এর আগের দুটি বলই স্টাম্পের বাইরে করেছিলেন কারান, তাতে পরপর দুটি ছক্কা হাঁকান নাইটদের ইংরেজ ওপেনার। রায়ানের মতে, ‘ প্রত্য়েক বলেই বৈচিত্র আনতে হবে। একরকমের বল পরপর করলে হবে না। এখন যা পরিস্থিতি তাতে এক বোলারকে দিয়েও পরপর বোলিং করানো যাবে না। একদমই নিত্য নতুন টেকনিক এবং অভিনব ট্যাকটিক্স কাজে লাগিয়ে ব্যাটারদের চুপ রাখতে হবে’।