কে রয়েছে, কে নেই, সব ভাবনা ঝেড়ে ফেলে বর্ডার গাভাসকর ট্রফির প্রথ🤪ম টেস্টে🦩র জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। আগামী ২২ নভেম্বর থেকে অপটাস স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। পিচ ও পরিবেশ-পরিস্থিতির কথা বিচার করে ভারত তাদের সম্ভাব্য কম্বিনেশন স্থির করে রেখেছে।
টিম ইন্ডিয়া পার্থে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী প্র্যাক্টিস সেরেছে ইতিমধ্যেই। এবার ভারতীয় দলকে দেখা গেল পিচের সম্ভাব্য আচরণ অনুযায়ী নিজেদেরকে তৈরি রাখতে। পার্থের বাইশগজের যে চেহারা সামনে এসেছে, তাতে আউটফিল🌱্ড ও পিচের তফাৎ বোঝা মুশকিল। গাঢ় সবুজ গালিচার মাঝে ফিকে হয়ে যাওয়া একফালি জমিকেই পিচ হিসেবে বুঝে নিতে হচ্ছে।
পার্থের কিউরেটর আগেই জানিয়েছেন যে, পিচে ঘাস ছাড়া থাকবে পর্যাপ্ত। তিনি যে অমূলক কিছু বলেননি, বোঝা যাচ্ছে স্পষ্ট। এমন বাইশগজে ভারতীয় দলের কম্বিনেশন কেমন হতে পারে, সেটাও অনুমান করতে অসুবিধা হচ্ছে না। এ༒মন পিচে যে ভারত পেস বোলিংকে শক্তশালী করে খেলতে নামবে, সেটা অনুমান করার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।
সুতরাং, ভারত পার্থ টেস্টে একজন মাত্র স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। এক্ষেত্রেও রবিচন্দ্রন অশ্বিনকে টপকে রবীন্দ্র জাদেজার প্লেয়িং ইলেভেন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। কেননা, জাদেজার ব্যাটিং অশ্বিনের তুল💟নায় অনেক ভালো। আবার গম্ভীরের জমানায় ভারতীয় দলের মানসিকতা বদলেছে বিস্তর। তাই একমাত্র স্পিনার-অল-রাউন্ডার হিসেবে জাদেজাকে টক্কর দিতে পারেন ওয়াশিংটন সুন্দর। কেননা নিউজিল্যান্ড সিরিজে তাঁর পারফর্ম্যান্স রীতিমতো চমকপ্রদ।
তবে আর যাই হোক এটা নিশ্চিত যে, ভারত তিনজন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে একজন পেসার অল-রাউন্ডার নিয়ে মাঠে নামতে পারে। এক্ষেত্রে তিন বিশেষজ্ঞ পেসার হিসেবে বুমরাহ, সিরাজ ও আকাশ দীপকে দেখা যেতে পারে। পেসার অল-রাউন্ডার হিসেবে দেখা যেতে পারে নীতীশ রেড্ডিকে। যদিও এক্♊ষেত্রে আকাশ দীপকে চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন হর্ষিত রানা।
পেস ফ্রেন্ডলি পিচে স্লিপ ফিল্ডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই মঙ্গলবার পার্থে ভারতীয় দলকে স্লিপ ক্যাচিং প্র্যাক্টিস করতে দেখা যায় বেশ কিছুক🗹্ষণ। অনুশীলন দেখেই সম্ভাব্য ফিল্ড পজিশন নিয়ে অনুমান করা যায়। প্রথম স্লিপে দেবদূত পাডিক্কালের ফিল্ডিং করার সম্ভাবনা প্রবল। এ-দলের পাডিক্কালকে অস্ট্রেলিয়ায় ধরে রেখেছে ভারত। কেননা শুভম𒊎ন গিল আঙুলের চোটে প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন না।
দ্বিতীয় স্লিপে সম্ভবত দেখা যাবে বিরাট কোহলিকে। লোকেশ রাহুল থাকতে পারেন 🐻তৃতীয় স্লিপে। নতুন বলে চতুর্থ স্লিপে ফিল্ডিং করতে পারেন যশস্বী জসওয়াল। উইকেটকিপার ধ্রুব জুরেল যদি বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে পার্থ টেস্টে মাঠে নামেন, তবে তাঁকে গালিতে ফিল্ডিং করতে দেখা যেতে পারে। কেননা উইকেটকিপিং করবেন ঋষভ পন্ত।