চলতি বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স দল। লোকসভা নির্বাচনের আবহে ট্রফি জিতেও সেভাবে সেলিব্রেশন করে ওঠা হয়নি 🍨কেকেআরের। কিন্তু আইপিএল জয় উযদাপন করার জন্য নাইট রাইডার্স টিম ম্যানমেজমেন্ট বেছে রেখেছিলেন সব থেকে ভালো সময়টা। দুর্গাপুজোর সময়ই তাঁরা ট্রফি জয়ের স্বাদ🃏 ভাগ করে নিলেন বাংলার ক্রিকেটপ্রেমীদের সঙ্গে।
আরও পড়ুন-যুদ্ধের আবহে ইরানে খেলতে না যাওয়ার 🎀শাস্তি! ACL-2 থেকে ছেঁটে ফেলা হল মোহনবাগানকে…
গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি জয়-
১০ বছর পর গৌতম গম্ভীরের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল চ্যাম্পিয়ন হয়। কেকেআরে অধিনায়ক হিসেবে ২০১৪ সালে ট্রফি দিয়েছিলেন গৌতি, এরপর✨ ২০২৪ সালে তিনি দলের মেন্টর হিসেবে আইপিএল ট্রফি জি🍨তে নেন। এরপর তিনি অবশ্য ভারতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন।
আরও পড💎়ুন-‘তোমাদের ভালোবাসার দাম দেব’! দায়িত্ব নিয়েই ইস্টবেঙ্গল সমর্থকদের বললেন নতুন কোচ অস্কার…
চারটি পুজোর ক্লাবে আইপিএল ট্রফি রাখার সিদ্ধান্ত…
বুধবার দুর্গাপুজোর ষষ্ঠিতে কলকাতার বিভিন্ন ক্লাবে রাখা হল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ট্রফি। উত্তর থেকে দক্ষিণ, বাংলার ক্রিকেট সমর্থকরা আইপিএলের ট্রফি দেখার সুযোগ পেলেন সর্বত্র। দুপুর থেকেই আইপিএলের ট্রফি জনসাধারণের দেখা জন্য রাখা হয়েছিল উত্তর কলকাতার ক্লাব চোরবাগান সার্বজন𝓡িনে। এরপর সেই ট্রফি উত্তর কলকাতাতে থেকে দক্ষিণে যায়।
বেলেঘাটা ৩৩ পল্লির দুর্গাপুজো মণ্ডপের পাশাপাশি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণী এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলে পরিচিত সুরুচি সংঘের পুজো মন্ড💟পেও ঘন্টাখানেকের জন্য এই ট্রফি রাখা হয়েছিল, কেকেআর ভক্তদের জন্য। যারা আইপিএল জয়ের পর কলকাতায় বাহশাহ খানের হাতে ট্রফি দেখতে পারেননি, তারাই দুর্গাপুজোয় সেই ট্রফি দেখে নিলেন।
এ🃏কেবারে রথ দেখা, কলা বেচা যাকে বলে। দুর্গাপুজোর মণ্ডপে দেখা গেল মা দুর্গার পায়ের কাছেই রাখা হল কলকাতা নাইট রাইডার্সের আইপিএলজয়ী ট্রফি। প্রসঙ্গত, ঈশ্বরপ্রেমী কেকেআর ক্রিকেটাররা এবারের আইপিএল শুরুর আগেই কলকাতার কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তিরা এরপর আইপিএল জেতেন। এবারও ফের ট্রফিকে তাই পুজোর শুভ মূহূর্তেই সমর্থকদের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা ভাবলেন নাইট কর্তারা।