বিশ্বফুটবলের ইতিমধ্যে সব থেকে অবাক করা দৃশ্যগুলোর মধ্যেই একটা দেখা গেল জার্মানির দ্বিতীয় ডিভিশনের লিগে। বুন্দেসলিগা ২-তে ম্যাচ ছিল জার্মানির দুই ক্ল🐓াব ম্যাগদেবার্গ এবং গ্রিউথার ফার্থের মধ্যে। সেই ম্যাচেই দুই দলের ফুটবলাররাই এমন সব কীর্🔯তি ঘটালেন, যা দেখে তাজ্জব বনে গেল ফুটবল দুনিয়া। এমনটাও ফুটবলে হতে পারে সেটাই যেন বিশ্বাস করতে পারছিলেন না কেউ।
ফার্থ দলের বোকামোয় পেনাল্টি…
দুই দলের ম্যাচের মধ্যে শুরুতেই ফার্থ গোলরক্ষক নাহুয়েল নোল বল বাড়িয়ে 🌳দেন দলের ডিফেন্ডার গিডিয়ন জাংকে উদ্দেশ্য করে। সেই মূহূর্তটার জন্য কেমন যেন মাথা কাজই করল না জাংয়ের। তিনি হঠাই সেই বলকে গোল কিক ভেবে হাত দিয়ে ধরে বসাতে গেলেন শট নেওয়ার জন্য। রেফারির তৎক্ষনাৎ পেনাল্টি উপহার দিল প্রতিপক্ষ দলকে।
যদিও পেনাল্টি থেকে প্রথমে গোল করতে ব্যর্থ হন ম্যাগদেবার্গের ফুটবলার এল হানকৌরি। দুর্বল শট গোলরক্ষক সেভ করে দেওয়ায়, সেই বল আবার ফিরে আসে। তখন ডꦬানপ্রান্ত থেকে এক 🦋ফুটবলার আবারও সেই বল পাস বাড়ান এল হানকৌরিকে, সেখান থেকে শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
এরপর দ্বিতীয় গোলের দেখাও প🐼েয়ে যায় ম্যাগদ🍸েবার্গ দল। ২-০ এগিয়ে ছিল তাঁরা। ফলে বুন্দেসলিগায় দ্বিতীয় স্থান কার্যত নিশ্চিত হতে বসেছিল তাঁদের। বহুদিন পর তাঁরা সুযোগ পেতে বুন্দেসিলিগায় খেলার। এরই মধ্যে বড় ভুল করে বসেন ম্যাগদেবার্গ দলের ডিফেন্ডার। এক্ষেত্রেও তাঁর যেন মাথা কাজ করল না। প্রথমার্ধ শেষের ৫ মিনিট আগে তিনিও বোকার মতো হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দিলেন ফার্থকে।
আরও পড়ুন-শ্রীলঙ্কা ম্যাচের আগে বড় ধাক্কা! বিশ্বকাপে ম🃏ঞ্চে ICC-র শাস্তি ভারতীয় তারকাকে…
ম্যাগদেবার্গ দলের বোকামোয় পেনাল্টি…
ফার্থের স্ট্রাইকার রবার্ট মাসিমোকে বক্সের বাইরে ফাউল করেছিলেন ম্যাগদেবার্গের এক ডিফেন্ডার। সকলে যখন রেফারির দিকে তাকাচ্ছেন তাঁর সিদ্ধান্ত জানার জন্য, ততক্ষণে রেফারির বাঁশি বাজানের আগেও বক্সের ভিতর🍃 হাতে বল তুলে নেন ডিফেন্ডার ড্যানিয়েল হেবার, ব্যাস পেনাল্টি পায় ফার্থ। স্পটকিক থেকে গোল করতে কোনও ভুল করেননি জু🍰লিয়ান গ্রিন। এরপর দ্বিতীয়ার্ধের ফার্থের হয়ে নোয়েল গোল পরিশোধ করে সমতায় ফেরান। ফলে দুই দলই ১ পয়েন্ট নিয়ে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।