ভোট মরশুমে ব🍎িজেপির হয়ে প্রচারে নেমে 'আদর্শ আচরণ বিধি 🦂লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'। এই মর্মে অভিযোগ জানিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস।
বৃহস্পতিবার মোদী ও শাহের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের পাশাপাশি বিভিন্ন নির্বাচনী প্রচারꦏ কর্মসূচিতে তাঁদের বিরুদ্ধে নিন্দনীয় ভাষণ দেওয়ারও আভিযোগ করেছে জাতীয় কংগ্রেস।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, উপরোক্ত কারণে বৃহস্প༺তিবারই নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। একইসঙ্গে, এই ঘটনায় পদ্মশিবিরের বিরুদ্ধে নির্বাচন কমিশন যাতে পদক্ষেপ করে, সেই দাবিও তোলা হয়েছে কংগ্রেসের তরফে।
কংগ্রেসের হয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিয𝐆োগ দায়ের করেছেন দলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ।
জয়রামের সেই অভিযোগপত্রে মোদী এ✨বং শাহের সংশ্লিষ্ট ভাষণের অংশগুলিও উল্লেখ করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোটের প্রচার করতে গিয়ে মোদী ও শাহ আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন।
জয়রামের বক্তব্য হল, মোদী তাঁর একের পর এক নির্বাচনী কর্মসূচিতে কংগ্রেসের তিন প্রয়াত✨ নেতাജনেত্রী, তথা দেশের প্রাক্তন তিন প্রধানমন্ত্রী সম্পর্কে মিথ্যা ভাষণ করেছেন।
জয়রামের দাবি, মোদী বিজেপির নির্বাচনী প্রচারে বলেছেন, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী তফসিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের উন্নতির বিরোধিতা করেছিলেꦚন। একইসঙ্গে, মোদী কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলেও মিথ্যা অভিযোগ করেছেন।
জয়রাম রমেশের অভিযোগ, ভোটের মরশুমে মানুষের মধ্যে জাতিগত বিভেদ তৈরি করতে, এবং মেরুকরণের রাজনীতিতে শান দি𝔍তেই এসব কথা বলেছেন মোদী। শাহের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
এই মর্মে অভিযোগ জানিয়ে জয়রামের দাবি, অবিলম্বে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে🎉 এফআইআর দায়ের করুক নির্বাচন কমিশন।
একইসঙ্গে, চলতি ভোটের আবহে মোদী এবং শাহের প্রচারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা🅰র আবেদন জানিয়েছেন জয়রাম রমেশ।
বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলেও সরব হয়েছেন জয়রাম রমেশ। তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচার চালানোর সময় প্রধানমন্ত্রী এবং কেন্দ্꧑রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিভাজনমূলক, মিথ্যা এবং অবমাননাকর ভাষণ দ🎉িয়েছেন। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। এইভাবে বিধি ভঙ্গের জন্য যাতে বিজেপি ও তার নেতৃত্বের বিরুদ্ধে তদন্ত করা হয়, আমরা সেই আবেদন জানিয়েছি। আমরা আশা করছি, নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে এই অভিযোগগুলি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করবে।’