আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে ভারতের অভিযানের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারতে হয়েছে ভারতকে। পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব♏ড় ব্যবধানে জয়ের সুযোগ থাকলেও তা হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। ধীর গতিতে রান তুলে কোনওমতে ম্যাচ জিতেছে ভারত, ফলে নেট রান রেট বাড়িয়ে নেওয়ার❀ সুবর্ণ সুযোগই হাতছাড়া করে জেমিমা রদ্রিগেজরা
এরই মধ্যে এল দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচের নামার আগে ধাক্কা ভারতীয় মহিলা দলে। আইসিসির শাস্তির কবলে পড়লেন পেসার অরুন্ধতী রেড্ডি। আইসিসির কোড অফ কনডাক্ট ভাঙার অপরাধে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। বিপক্♐ষ দলের ক্রিকেটারকে অসম্মান করার জন্য তাঁকে শাস্তি দিচ্ছে আইসিসি।
আইসিসির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কোড অফ কনডাক্টের ২.৫ ধারা ভেঙে লেভেল ওয়ান অফেনস করেছেন ভারতীয় মহিলা দলের এই পেসার। এই ধারায় অনুযায়ী বিপক্ষে দলের ক্রিকেটারকে মৌখিকভাবে বা কটু ইঙ্গিত দেখিয়েছেন অরুন্ধতী। যার ফলে বিপক্ষ ক্রিকেটারকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন অরুনও্ধতী। বলতে গেলে, উত্যক্ত করার চেষ্টা করেছেন প্রতিপক্ষ ক্রিকেটারকে। শাস্তি হিসেবে অরুন্ধতী রেড্ডিকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে । ২৪ মাসের সময় কালে এটিই তাঁর প্রথম ডিমেরিট পয়েন্ট।
কি ঘটনা ঘটেছিল?
অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে নিদা দারকে আউট করার পর, উইকেট সেলিব্রেট করতে গিয়ে পাক ক্রিকেটারকে সাজঘরের উদ্দেশ্যে ইঙ্গিত ক🦹রেন। অর্থাৎ সাজঘরে ফিরে যেতে বলেন। আইসিসির কোড অফ কনডাক্ট অনুযায়ী এই কাজ করা যায় না। ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিটজের কাছে নিজের ভুল স্বীকার করে নেন অরুন্ধতী। ফলে এই ঘটনার জন্য আর পরবর্তীতে কোনও শুনানির প্রয়োজন নেই।
ম্যাচে কি হয়েছে ফলাফল?
পাকিস্তানকে হারিয়ে জয়ে ফিরেছে ভারতীয় দল। নিদা দারের ২৮ রান এবং মুনিবা আলির ১৭ রানের ইনিংসের সৌজন্যে ৮ উইকেটে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান দল তুলেছিল ১০৮ রান। সামনে থেকেই ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্ব দ✱েন অরুন্ধতী রেড্ডি। তিনি ৩ উইকেট তুলে নেন। ইকোনমি রেটও ছিল চোখে লাগার মতো, মাত্র ৪.৮০। যদিও তিনি ভালো পারফরমেন্স করলেও, আরও একবার ম্যাচে একাধিক ক্যাচ ছাড়ে ভারতীয় মহিলা দল।
শেফালি বর্মার ৩২ রান এবং হরমনপ্রীত কৌরের ২৯ রানের সৌজন্যে ম্যাচ সহজেই জিতে নেয় ভারতীয় দল। যদিও ১৯ত🧸ম ওভারে হরমনপ্রীত কৌর, ঘাড়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন𓄧। সঞ্জিবন সজনা এসে এরপর চার মেরে ম্যাচ জেতায় ভারতীয় দলকে। ম্যাচের সেরা নির্বাচিত হন তিন উইকেট নেওয়া পেসার অরুন্ধতী রেড্ডি।