আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের মঞ্চে দুর্ঘটনা। একজন বোলারের এবারের টি২০ বিশ্বকাপ কার্যত শেষ হতে বসেছে নিজের প্রথম বল করার পরই। এবারে গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল দঃ আফ্রিক🔯া এবং ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার এমন চোট পেলে, যে তিনি আর বোলিংই করতে পারলেন না। মাঠ ছাড়তে হল মাত্র এক বল করার পরই।
আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে লজ্জাজনক হার স্বীকার করতে হল ওয়েস্ট ইন্ডিজকে। এক সময়ের অন্যতম শক্তিশালী দলকেই হেলায় ১০ উইকেটে হারিয়ে দিল 🧸দঃ আফ্রিকার মহিলা ব্রিগে🌄ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ক্যারিবিয়ানরা তোলে ১১৮ রান, জবাবে ১৭.৫ ওভারে বিনা উইকেটেই জয় তোলে প্রোটিয়ারা। ম্যাচে চোট পান উইন্ডিজের জাইদা জেমস।
আরও পড়ুন-খಞারাপ পারফরমেন্সের শাস্তি? চার মাসের বেতন আটকে পাক ক্রিকেটারদের…শুরু নয়া বিতর্ক…
ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটার স্টেফানি টেলর ছাড়া বাকিরা কেউই তেমন রান পাননি দঃ আফ্রিকার বিরুদ্ধে। তিনি করেন ৪৪ রান। দঃ আফ্রিকার 🥂বোলার ননকুলুলেকো ম্লাবার দুরন্ত বোলিংয়ের সামনে দিশেহারা দেখায় অবসর ভেঙে ফিরে আশা দিয়ান্দ্রা দটিনকেও। ৬ উইকেটে ১১৮ রান তোলায়, তখনই বোঝা গেছিল এই রান ডিফেন্ড করা যথেষ্টই কঠি💛ন। কাজটা আরও কঠিন হল ওয়েস্ট ইন্ডিজের বোলার শুরুতেই চোট পাওয়ায়।
আরও পড়ুন-হার্দিকের বোলিংয়ে অসন্তুষ্ট বোলিং কোচ! অনুশীলনে বারবার ভুল শুধরে দিলেন মর্কেল! রিপোর🐻্ট…
অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দঃ আফ্রিকা দলের ওপেনাররাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। লরা উলভার্ট করেন ৫৯, তাজমিন ব্রিটস করেন ৫৭। তাঁদের ইনিংসের দ্বিতীয় ওভারের সময় বল করতে এসেছিলেন উইন্ডিজের লেফট আর্ম স্পিনার জাইদা জেমস। কিন্তু প্রথম বল করেই তিꦚনি চোট পান। আসলে তাঁর বলে সোজাসুজি শট খেলেন দঃ আফ্রিকার অধিনায়ক উলভার্ট। সেই বল ক্যাচ নেওয়ার সুযোগ ছিল জাইদার কাছে। ক্যাচটা তিনি নিতে পারলে চাপে পড়ে যেতে পারত প্রোটিয়ারা। কিন্তু সেই ক্যাচ তিনি মিস করায় বল তাঁর শরীরে লেগে এরপর মুখে এসে লাগে।
এরপরই দেখা যায় জাইদা জেমসের চোয়াল ফুলে গেছে। দ্রুত মাঠে পৌঁছান ওয়েস্ট ইন্ডিজ দলের ফিজিওরা। অনেক চেষ্টা করলেও তাঁকে খেলানো সম্ভব হয়নি, ফলে মাত্র ১ বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। প্রথম বলেই চোট পেয়ে মাঠ ছাড়ার, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সম্ভবত এবার🧔ের মতো টি২০ বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল জাইদার।