পাকিস্তান ক্রিকেটে বিতর্ক থেমেও যেন থামতেই চায়না। এবার নতুন অভিযোগ উঠল পাক ক্রিকেটার। গত চার মাস ধরে নাকি বেতন আটকে রয়েছে বাবর আজমদের। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের পর ক্রিকেটারদের তুলোধনা করা হলেও, মানসিক দিকꦜ থেকেও যে তাঁরা খেলায় ফোকাস করতে পারছিলেন না, এবার সামনে এল সেই তথ্য। স্রেফ পুরুষ দলের ক্ষেত্রেই নয়, মহিলা দলের ক্ষেত্রেও নাকি একই অবস্থা বলে জানা যাচ্ছে।
আরও༺ পড়ুন-হরিয়ানা নির্বাচনের আগে চমক! কꦗংগ্রেস প্রার্থীর প্রচারে সেহওয়াগ! এবার কি রাজনীতিতে?
২০২৩ সালের জুলাই মাসের শুরু থেকে ২০২৬ সালের জু꧒ন মাসের শেষ পর্যন্ত তিন বছরের জন্য পাকিস্তানের ২৫জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল সেদেশের ক্রিকেট বোর্ড। যদিও বর্তমানে, তাঁদের চার মাস ধরে বেতন দিতে পারেনি পিসিবি, জানা যাচ্ছে এমন তথ্য। বাবর আজম, শাহিন আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা টি২০ বিশ্বকাপ༒ের পর থেকেই আর বোর্ডের থেকে টাকার মুখ দেখেননি।
সম্প্রতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম। তিনি ফর্মে ছিলেন না, ফলে মানসিক চাপ ছিলই। একই সঙ্গে আর্থিক দিক থেকেও দল সাহায্൩য করে নুন্যতম বেতনের অর্থ না দেওয়ায়, বাবরসহ বাকি ক্রিকেটারদেরও যে ফোকাস নষ্ট হয়েছে তা এখন বোঝা যাচ্ছে। এতদিন মনে হয়েছিল, টাকা পাচ্ছেন তবে খেলায় মন নেই শাহিন আফ্রিদিদের। তবে পাক দলের সাম্প্রতিক খারাপ পারফরমেন্সের এটাও যে একটা কারণ, তাই এবার প্রকাশ্য এল।
আরও পড়ুন-দ্বিতীয় ডিভিশন আ𝄹ইলিগে উঠল অভিষেক ব্য়ানার্জীর DHFC…আইলিগ ৩ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ…
এক রিপোর্টে দাবি করা হয়েছে, ‘গতবছর বিশ্বকাপের আগে থেকেই পাকিস্তান দলের ক্রিকেটাররা বোর্ডকে চাপ দিয়েছিলেন ভালো অর্থের চুক্তি 🅠করার জন্য। সেই মতো করা হলেও, এখন পরিস্থিতি একদম বদলে গেছে। জুলাই মাস থেকে বেতন পাচ্ছেন না ক্রিকেটাররা, বহুবার ক্রিকেটারদের তরফে বোর্ডের সঙ্গে যোগাযোগও করা হয়েছে এই ন💝িয়ে। শুধু বেতন পাওয়াই নয়, জার্সিতে স্পন্সরের লোগো লাগানোর যে প্রাপ্য অর্থ, সেটাও বকেয়া রয়েছে’।
আরও পড়ুন-HCA-তে আর্থিক তছরুপের অভিযোগ! হরিয়ানা নির𒈔্বাচনের মুখেই আজহারউদ্দিনকে সমন ইডির!
পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের সঙ্গেও ২৩ মাসের চুক্তি করেছিল পিসিবি। 🍬কিন্তু গত চার মাস ধরেও তাঁরাও তাঁদের বেতন পাচ্ছেন না। জানা গেছে, ১২ মাস পর তাঁদের চুক্তি নবিকরণের আগে একবার রিভিউ হওয়ার কথা ছিল। সেই কাজ এখনও না শেষ হওয়াতেই নাকি বেতন আটকে রয়েছে মহিলা ক্রিকেটারদের। প্রসঙ্গত অক্টোবরের সাত তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু পাকিস্তান পুরুষ দলের। অন্যদিকে টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে বর্তমানে দুবাইতে রয়েছে পাকিস্তানে মহিলা ক্রিকেট দল।