মহায্যুতি নাকি মহা বিকাশ আঘাড়ি? মহারাষ্ট্রে কু🧸র্সিতে থাকবে কোন জোটের হাতে? আগামী শনিবার ভোটগণনার আগে আজ প্রাথমিক আভꦜাস মিলল। ২৮৮টি আসনে ভোটগ্রহণ-পর্ব শেষ হওয়ার পরই বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল সামনে আসতে শুরু করেছে।
২০২৪ সালের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা
১) পিপলস পালসের এক্সিট পোল অনুয🐲ায়ী, মহায্যুতি ১৮২টি আসনে জি♔ততে পারে। মহা বিকাশ আঘাড়ির ঝুলিতে যেতে পারে ৯৭টি আসন। অন্যান্যরা ন'টি আসনে জিততে পারে।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল
পাঁচ বছর আগে মহারাষ্ট্রের রাজনৈতিক পটভূমি সম্পূর্ণ আলাদা ছিল। শিবসেনা তখনও ভাঙেনি। তখনও ভাঙেনি এনসিপি। সে♔ই পরিস্থিতিতে ২৮৮টি আসনের মহারাষ্ট্রে একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি ১০৫। অবিভক্ত শিবসেনা ৫৬টি আসনে জিতেছিল। কংগ্রেস জিতেছিল ৪৪টি আসনে। আর অবিভক্ত এনসিপি ৫৪টি আসনে জিতেছিল।
২০১৯ সালের বুথফেরত সমীক্ষার আভাস
১) ইন্𒉰ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বিজেপি এবং শিবসেনা মিলিয়ে মহারাষ্ট্রে ১৬৬টি আসন থেকে ১৯৪টি আসনের মধ্যে জিতবে। সেখানে কংগ্রেস এবং এনসিপি জোটের আসন সংখ্যা ৭২-৯০-র মধ্যে থাকবে।
২) নিউজ১৮-আইপিএসওএসের এক্সিট💎 পোলে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বিজেপি এবং শিবসেনা মিলিয়ে ২৪৩টি আসন পাবে। আর ৪১টি আসন পাবে কংগ্রেস ও এনপিসির জোဣট।
৩) এবিপি নিউজ এবং সি ভোটারের বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল যে বিজেপি এবং শিবস💮েনার ঝুলিতে মোট ২০৪টি আসন থাকবে। আর﷽ এনসিপি এবং কংগ্রেস জোটের ঝুলিতে মোট ৬৯টি আসন যেতে পারে।
৪) রিপাবলিক ও জন কি বাতের এ🐈ক্সিট পোলে ইঙ্গিত দেওয়াা হয়েছিল যে বিজেপি এবং শিবসেনার মিলিত আসন সংখ্যা ২১৬-২৩০-র মধ্যে থাকতে পারে। আর কংগ্রেস এবং এনসিপির ঝুলিতে যেতে পারে ৫২-৫৯টি আসন।
৫) টাইমস নাওয়ের বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল যে ইউপিএ (কংগ♚্রেস এবং এনসিপি) জোটের ঝুলিতে ৪৮টি আসন যেতে পারে। বিজেপি এবং শিবসেনার মো⛎ট আসন সংখ্যা ঠেকতে পারে ২৩০-তে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ইতিবৃত্ত
মহারাষ্ট্রে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ২৮৮। অর্থাৎ ম্যাজি𝔍ক ফিগার হল ১৪৫। মহারাষ্ট্রের রাজনৈতিক মানচিত্রকে বৃহদাকারে ছ'টি ভাগে বিভক্ত করা হয়। সেগুলির মধ্যে বিদর্ভ এবং মারাঠাওয়াড়াকে সবথেকে গ♔ুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অনেকেই বলে থাকেন যে ‘গেটওয়ে অফ মুম্বই’ হল বিদর্ভ এবং মারাঠাওয়াড়া।
১) কোঙ্কন (৩৯টি আসন)।
২) পশ্চিম মহারাষ্ট্র (৭০টি আসন)।
৩) উত্তর মহারাষ্ট্র (৩৫টি আসন)।
৪) মারাঠাওয়াড়া (৪৬টি আসন)।
৫) বিদর্ভ (৬২টি আসন)।
৬) মুম্বই (৩৬টি আসন)।
(বিস্তারিত পরে আসছে)