অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার চোটের জন্য বর্ডার গাভাসকর সিরিজ থেকেই আগেই ছিটকে গেছেন। তাঁর অস্ত্রোপচার হয়েছে। তিনি তিন নম্বর অর্থাৎ দলের অন্যতম গ♚ুরুত্বপূর্ণ পজিশনে ব্যাটিংয়ের পাশাপাশি টেস্ট হোক বা ওডিআই, টি২০ বোলিংও করতেন। যার ফলে অস্ট্রেলিয়ার অধিনায়কের হাতে অনেক বেশি বিকল্প তৈরি হত। এবার তাঁরাই নতুন অস্ত্র তৈরি করে নিচ্ছেন।
আরও পড়ুন-ভারত 🍌মনে রাখেনি💝 তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস ল্যাবুশে🌼ন ইতিমধ্যেই বিশ্বক্রিকেটে একজন তারকা ব্যাটার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারও বলা যায়। এবার তাঁর দিকে বর্ডার গাভাসকর সিরিজে অন্য একটা কারণে নজর থাকবে সকলের। নিজেকে পুরো দমে বোলার ꦦহিসেবেও অনুশীলন করা শুরু করে দিয়েছেন ল্যাবুশেন।
আরও পড়ুন-অজি স্ট🌠ার্ক থেকে ইংরেজ বাটল𒉰ার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
অস্ট্রেলিয়ান এই ব্যাটার হাসতে হাসতে বলছেন, 🥀‘আমি ক্যামেরন গ্রিনের মতোই হতে চাই। কিন্তু আমায় আমায় অধিনায়ককে বুঝিয়ে সুজিয়ে রাজি করাতে হবে। তবে বাউন্সার দেওয়ার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। ’। ডোমেস্টিক ওয়ান ডে কাপ আর শেফিল্ড শিল্ডে কুইনসল্যান্ড দলের অধিনায়ক হওয়ার পর বোলিংয়ের ওয়ার্কলোড বেশ খানিকটা বাড়িয়েছে তিনি।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! প🎐িছনে থাকতে পারেন🎐 আকাশদীপও! বাংলার আর কারা দামি?
ওয়াকা প্র্যাকটিস গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অনুশীলনে দেখা যাচ্ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিনসকেই বাউন্সার বোলিং করছেন ল্যাবুশেন। যেখানে অবশ্য কামিনসের খুব একটা অসুবিধা হয়নি সেই বলগুলোকে খেলতে। কিন্তু যেভাবে বাউন্সার ইয়র্কার দিয়ে ল্যাবুশেন অধিনায়কের নজর কাড়ার চেষ্টা করলেন, তাতে একটা সহজবোধ্য যে কামিন্স যাতে তাঁকে ব্যবহার করে তিনি স🥀েটাই চান।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ প🎀াকি🏅স্তান ক্রিকেটে…
২০২৩ সালের💞 ওডিআই বিশ্বকাপে ভারত আর অস্ট্রেলিয়া শেষবার সাক্ষাৎ হয়েছিল, যেখানকার স্মৃতি ভারতীয়দের জন্য অত্যন্ত খারাপ। এদিকে এখন ভারত বর্ডার গাভাসকর ট্রফিতে খেলতে নামছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে, ফলে প্রবল চাপের মধ্যেই রয়েছেন বিরাট কোহলি,রবীন্দ্র জাদেজারা।