কলকাতা নাইট রাইডার্স এবারে নিজেদের দল ভালোভাবেই গুছিয়ে নিয়েছে। যাদের যাদের তাঁরা টার্গেট করেছিলেন মোটের ওপর অনেককেই পেয়েছেন। গতবারের দলের অধিকাংশ ক্রিকেটারদেরই ফিরিয়ে নিতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। তবে নীতীশ রানার মতো বিশ্বাস্ত সৈনিকদের জন্য বিডই করেনি কেকেআর। য💧দিও তাতে তাঁর দল পেতে অসুবিধা হয়নি।
ক্রিকেটারদের জন্য আবেগঘন বার্তা নাইট রাইডার্সের-
মঙ্গলবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে যাওয়া ক্রিকেটারদেরই নিজেদের এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানাল কেকেআর। শ্রেয়স আইয়ার, ফিল সল্ট থেকে মিচেল স্টার্ক, গতবার আইপিএল জেতানোয় তাঁরা মুখ্য ভূমিকা নিয়🍸েছিল⛄েন। কিন্তু তাঁদের এবারে দলে রাখতে পারেনি কেকেআর, তাই তাঁদের বিদায়লগ্নে আবেগঘন বার্তাই দিল কেকেআর।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদে𝄹র মতো আনন্দ করলেন! পার্থে 𝓡বিন্দাস মেজাজে বিরাট
ভিডিয়ো প্রকাশ করে ধন্যবাদ কেকেআরের-
নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে শুরুতেই দেখা যায় আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। এরপর ফিল সল্ট, মিচেল স্টার্ক, কেএস ভরত, নীতীশ রান, সূয়শ শর্মাদের দেখতে পাওয়া যায় ভিডিয়োতে। দেখা যায় শ্রীলঙ্কার দুশমন্থা চামিরা, আফগানিস্তানের বোলার আল্লাহ গনজাফরদেরও।𝓀 সেখানে কেকেআর লেখে, যাত্রা শেষ হলেও চ্যাম্পিয়নদের বন্ড শেষ হচ্ছে না।
আরও পড়ুন-ICC চ্যাম্প🦄িয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
অংকৃশকে নিলেও অনেকের জন্যই বিড করেনি কেকেআর-
শ্রেয়সেরඣ জন্য শুরুর দিকে বিড করলেও ১০ কোটি দাম পেরোতেই তাঁকে নিতে আর আগ্রহ দেখায়নি কেকেআর। ফিল সল্টকে তাঁরা পায়নি। মিচেল স্টার্ক বা নীতীশ রানাকে পেতে তাঁরা কোনও আগ্রহই দে﷽খায়নি। ফলে তাঁদের কাছে স্পষ্টই ছিল বিষয়টা, কাঁদের তারা দলে নিতে চান, আর কাদের চাননা। অংকৃশ রঘুবংশীর জন্য কয়েক কোটি খরচা করলেও নীতীশ রানার জন্য বিড পর্যন্ত করেনি কেকেআর।
Vide🌄o- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
নীতীশকে বিডই করেনি কেকেআর-
নীতীশ রানা কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন দলের সদস্য শুরু নয়, নাইটদের প্রাক্তন অধিনায়কও। তাই তাঁকে পুরনো দল পাওয়ার জন্য স♔ামান্য বিডটুকুও না করায় বেশ বিরক্ত ছিলেন তাঁর স্ত্রী। তিনি পোস্ট করে লেখেনও, আজকালকার দিনে বিশ্বস্ততা অনেক দামি বস্তু, এটা সবাই দিতে পারে না। পরে নীতীশকে চার কোটির বেশি টাকায় দলে নেয় রꦚাজস্থান রয়্যালস দল।