IPL ২০২৫-এর মেগা অকশনের আগে কোন কোন খেলোয়াড়কে ধরে রাখবে KKR, তা নিয়ে বিস্তর জল্পনা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে , শ্রেয়স আইয়ারকে ধরে রাখার ইচ্ছা থাকলেও রিটেনশনের ক্ষেত্রে প্রথম পছন্দ নয় তিনি। এই পরিস্থিতিতে শ্রেয়সের কাছে অন্য ফ্র্যাঞ্চাইজির তরফে অফার রয়েছে বলে শোনা যাচ্ছে। শুধু তাই ন꧂য়, তারা এই নাইট ক্রিকেটারকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছে। তাই নাইট রাইডার্স যদি প্রথম পছন্দ হিসেবে শ্রেয়সকে রিটেন না করে, সেক্ষেত্রে ভাগ্♔য পরীক্ষার জন্য মেগা নিলামে যেতে পারেন তিনি।
এখন প্রশ্ন তাহলে রিটেনশনের ক্ষেত্রে কাকে প্রথম পছন্দ কলকাতা নাইট রাইডার্সের? জানা যাচ্ছে, ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে প্রথম পছন্দ ম্যানেজমেন্টের। এর আগের অকশনে রাসেলকে ১২ কোটি টাকার বিনিময়ে ꦏধরে রেখেছিল তারা। বয়স বাড়লেও আবার আরও একবার তাঁকে দলে রাখার ব্যাপারে বেশি আগ্রহী ম্যানেজমেন্ট। শ্রেয়স আইয়ারকে ২০২২ সালের নিলামে সাড়ে ১২ কোটি টাকায় কিনেছিল KKR। অন্যদিকে, ওই একই বছর আন্দ্রে রাসেলকে ধরে রাখা হয়েছিলܫ।
প্রথম বছরেই ব্যাট হাতে নজর কাড়েন শ্রেয়স আইয়ার। IPL ২০২২-এ ৪০১ রান করেছিলেন তিনি। এরপর ২০২৩ সালে চোটের কারণে KKR-এর হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি শ্রেয়স। তবে ২০২৪ সালে কামব্যাক করে দলকে নেতৃত্ব দেন তিনি, IPL ২০২৪ চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে ১৪ ম্যাচে ৩৫১ রান করেছিলেন শ্রেয়স, গড় ৩৯। এর আগে রিকি পন্টিংয়ের কোচিংয়ে শ্রেয়সের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপ༺িটালস ফাইনাল খেলেছিল। এখন পন্টিং রয়েছেন পঞ্জাব কিংসে। তাই তাঁকে আবার এই অজি কোচের অধীনে খেলতে দেখা যেতে পারে বলেও অনেকে মনে করছেন। কিন্তু শেষ পর্যন্ত কী হবে তা এখনও স্পষ্ট নয়। দিন কয়েকের মধ্যেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।